বেঙ্গালুরু, 1 নভেম্বর: পুলওয়ামা হামলার ঘটনা উদযাপনের অভিযোগে বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে দোষী সাব্যস্ত করল সেখানকার বিশেষ আদালত ৷ সেই সঙ্গে দোষী ওই পড়ুয়াকে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ৷ সাজাপ্রাপ্ত ওই পড়ুয়ার নাম ফইজ রাশিদ ৷ সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, বেঙ্গালুরুর কাছারাকানহালির বাসিন্দা ফইজকে 2019 সালে সোশাল মিডিয়ায় একটি অবমাননাকর পোস্ট (Derogatory Posts on Pulwama Attack) করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ৷
অভিযোগ ছিল, 2019 সালে 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় আধাসেনার কনভয়ে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিল ফইজ রাশিদ ৷ সেখানে ওই হামলায় শহিদ 40 জন জওয়ানদের মৃত্যুকে উদযাপন করেছিল সে ৷ সেই পোস্টটি প্রকাশ্যে আসতেই নিন্দা শুরু হয় ৷ সেই সময় বেঙ্গালুরু পুলিশ অভিযুক্ত ফইজ রাশিদকে গ্রেফতার করে ৷ তার ফোন বাজেয়াপ্ত করা হয় ৷ সেটিকে ফরেন্সিক ল্যাবে পরীক্ষাও করা হয় ৷ সব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ অভিযুক্ত ফইজ রাশিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে ৷