বেঙ্গালুরু (কর্ণাটক), 11 জানুয়ারি: নির্মীয়মান মেট্রো প্রকল্পের পিলার ভেঙে (Bengaluru Metro Pillar Collapse) মঙ্গলবার মৃত্যু হয়েছিল এক মহিলার ৷ বেঙ্গালুরুর ওই দুর্ঘটনায় মহিলার সন্তানও মারা যায় ৷ বুধবার মৃতার স্বামী লোহিত কুমার এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ মোট পাঁচজনের নামে তিনি এফআইআর (FIR) করেছেন ৷ তালিকায় রয়েছেন সংশ্লিষ্ট সাইট ইঞ্জিনিয়ার, ঠিকাদার, বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Bangalore Metro Rail Corporation Limited) বা বিএমআরসিএল-এর আধিকারিক ও গোবিন্দপুর থানা থেকে নিযুক্ত সাইট ইনচার্জ অফিসার ৷
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে ৷ বেঙ্গালুরুর নাগাওয়ারা এলাকার কাছে এইচবিআর লেআউটে ৷ সেখানে মেট্রো প্রকল্পের একটি নির্মীয়মান পিলার ভেঙে পড়ে ৷ সেই দুর্ঘটনায় অভিযোগকারী লোহিত কুমার শুধু স্ত্রী তেজস্বিনী (28) নয়, আড়াই বছরের ছেলে বিহানকেও হারিয়েছেন ৷ ঘটনাস্থলে তিনি ও তাঁর মেয়েও ছিলেন ৷ তবে তাঁদের আহত হন ৷ মর্মান্তিক পরিণতি ঘটে শুধু তেজস্বিনী ও বিহানের ৷
ইতিমধ্যে, বিএমআরসিএল (BMRCL) সংশ্লিষ্ট ঠিকাদার এবং আধিকারিককে নোটিশ দিয়েছে ৷ একই সঙ্গে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা আইআইএসসি-কে এই ঘটনার তদন্ত করে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে । বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এই নিয়ে একটি প্রেস বিবৃতিও দিয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে তদন্ত করার জন্য একটি অভ্যন্তরীণ প্রযুক্তিগত দল গঠনের নির্দেশ দিয়ে একটি নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ ৷