পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man Throws Notes in Air: আকাশ থেকে টাকার বৃষ্টি, ছড়ানো হচ্ছে মুঠো মুঠো নোট ! ভাইরাল ভিডিয়ো - আকাশ থেকে টাকার বৃষ্টি

বেঙ্গালুরুতে (Bengaluru News) ফ্লাইওভারের উপরে উঠে মুঠো মুঠো টাকা ছড়ালেন এক ব্যক্তি (Man Throws Notes in Air)৷ সেই টাকা সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে গেল পথচারীদের ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷

Man Throws Notes in Air
মুঠো মুঠো টাকা ছড়ালেন এক ব্যক্তি

By

Published : Jan 24, 2023, 2:44 PM IST

আকাশ থেকে টাকার বৃষ্টি

বেঙ্গালুরু, 24 জানুয়ারি: হরির লুটে বাতাসা ছড়ানোর চল রয়েছে ৷ তবে এ বার বাতাসা নয়, মুঠো মুঠো টাকা ছড়ানোর ঘটনা ঘটল ৷ বেঙ্গালুরুতে (Bengaluru News) হরির লুটের মতোই টাকা ছড়াতে দেখা গেল এক ব্যক্তিকে (Man Throws Notes in Air)৷ সেই টাকা ধরতে হুড়োহুড়ি পড়ে গেল পথচারীদের মধ্যে (People Rushed to Collect Notes)৷

আকাশ থেকে টাকার বৃষ্টি: মঙ্গলবার এমনই এক আশ্চর্য ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু ৷ ব্যস্ত কেআর মার্কেট সংলগ্ন এলাকার একটি ফ্লাইওভারে উঠে মুঠো মুঠো 10 টাকার নোট ছড়ালেন ওই ব্যক্তি ৷ জানা গিয়েছে, তিনি এ ভাবে প্রায় তিন থেকে চার হাজার টাকা ছড়িয়ে দিয়েছেন ৷ ফ্লাইওভারের নীচে থাকা মানুষজন আচমকাই লক্ষ্য করেন যে, আকাশ থেকে টাকার বৃষ্টি হচ্ছে ৷ সেই টাকা ধরার জন্য তখন সেখানে হুড়োহুড়ি লেগে যায় ৷

টাকার লুঠে হুড়োহুড়ি পথচারীদের: টাকা সংগ্রহ করার জন্য লোকজনের 'পাগলামি' দেখে তাজ্জব হয়ে যায় পুলিশ ৷ ব্যস্ত রাস্তার যানবাহনের দিকে তখন হুঁশ নেই মানুষজনের ৷ সবার চোখ তখন আকাশের দিকে ৷ দুর্ঘটনা এড়াতে একের পর এক গাড়িকে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়তে হয় ৷ এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে ৷

আরও পড়ুন:পাঠানের স্পেশাল স্ক্রিনিং করলেন শাহরুখ, সুহানা-আরিয়ান-সহ গোটা পরিবারের ছবি ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো: গোটা ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দি হয়েছে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral video)৷ সেখানে দেখা গিয়েছে, স্যুট ও জুতো পরা এক ব্যক্তির গলায় এক বিশাল দেওয়াল ঘড়ি ঝোলানো ৷ আর তাঁর হাতে রয়েছে একটি থলে ৷ তিনি সটান ফ্লাইওভারের উপরে উঠে রেলিং-এর ধারে গিয়ে থলে থেকে মুঠো মুঠো টাকা বের করে তা রাস্তার দিকে ছুড়ে দিচ্ছেন ৷ সেই টাকা নেওয়ার জন্য ফ্লাইওভারেও গাড়ি দাঁড়িয়ে পড়ে ৷ চালকরা নেমে এসে রাস্তায় ছড়িয়ে পড়া টাকা সংগ্রহ করতে থাকেন ৷ ফ্লাইওভারের নীচেও তখন একই ছবি ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

ABOUT THE AUTHOR

...view details