বেঙ্গালুরু, 27 সেপ্টেম্বর :বেঙ্গালুরুতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় সেই বাড়ির মালিকের বিরুদ্ধেই দায়ের হল এফআইআর ৷ অভিযুক্তের নাম সুরেশ (Suresh) ৷ সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বেঙ্গালুরুর উইলসন গার্ডেনের কাছাকাছি লাক্কাসান্দ্রা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি তিনতলা বাড়ি ৷ এই বাড়িতেই ভাড়া থাকতেন নাম্মা মেট্রো প্রকল্পের শ্রমিকরা ৷
আরও পড়ুন :Bharat Bandh: কোথায় কতটা প্রভাব পড়ল বনধের ? রইল কয়েকটি টুকরো ছবি...
তবে সময়মতো তৎপর হওয়ায় এদিনের এই ঘটনায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে ৷ সূত্রের খবর, বহুতলটি ভেঙে পড়ার আগেই কী ঘটতে চলেছে, তা আঁচ করে সেখান থেকে বেরিয়ে যান শ্রমিকরা ৷ সঙ্গে সঙ্গে দমকল বিভাগকে খবর দেওয়া হয় ৷ কিন্তু, দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ভেঙে পড়ে গোটা বাড়ি ৷ তবে তাতে কারও আহত হওয়ার বা মারা যাওয়ার খবর মেলেনি ৷