চিত্রদুর্গা, 9 জানুয়ারি:চার বছরের সন্তানকে খুন করে দেহ ব্যাগে ভরে পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হল না ৷ ট্যাক্সি চালকের তৎপরতায় অবশেষে পুলিশের জালে মা ৷ সোমবার উত্তর গোয়ার ঘটনা ৷ 39 বছরের এই মহিলা বেঙ্গালুরুর এক স্টার্ট আপ সংস্থা মাইন্ডফুল এআই ল্যাবের সিইও ৷ পুলিশ সূত্রে খবর উত্তর গোয়ার ক্যান্ডোলিমের সার্ভিসড অ্যাপার্টমেন্ট থেকে ছেলের মৃত দেহ নিয়ে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন ৷ অভিযুক্ত সূচনা শেঠের বিরুদ্ধে ছেলেকে খুনের মামলা দায়ের করা হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, সোমবার সূচনা শেঠ উত্তর গোয়ার ক্যান্ডোলিমের সার্ভিস অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে একটি ট্য়াক্সি নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ৷ তার বেরিয়ে যাওয়ার পরই ওই অ্যাপার্টমেন্ট পরিষ্কার করতে যান হাউসকিপিং কর্মীরা যান ৷ সেখানে গিয়ে দেখেন মেঝেতে রক্তের দাগ লেগে রয়েছে ৷ তাদের বিষয়টি সন্দেহ হওয়ায় হোটেলের অ্যাপার্টমেন্টের কর্তৃপক্ষকে বিষয়টি জানান ৷ এরপর সংশ্লিষ্ট হোটেলের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয় ৷
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ হাউসকিপিং কর্মী ও হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ৷ সেই সিসিটিভি ক্য়ামেরার ফুটেজও খতিয়ে দেখে ৷ ফুটেজে দেখা যায়, শনিবার ওই মহিলা চেক ইন করার সময় তাঁর ছেলে সঙ্গে ছিল ৷ কিন্তু ওই মহিলা বেরিয়ে গেলেও,তাঁর সঙ্গে বাচ্চাটি ছিল না ৷ হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, হোটেল ছাড়ার সময় অভিযুক্ত বারবার ট্যাক্সি ডেকে দেওয়ার কথা বলেন ৷ সেই মতোই তাকে ট্যাক্সিতে তুলে দেওয়া হয় ৷ সমস্ত জিনিসপত্র নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন ৷ এদিকে অভিযুক্তের ফোন নম্বর নিয়ে পুলিশ ওই মহিলা তার সন্তানের কথা জিজ্ঞেস করলে, সে বলে বাচ্চাটি তার এক পরিচিত বন্ধুর কাছে আছে ৷ সেইমতো অভিযুক্ত মহিলরা কাছ থেকে ওই ব্যক্তির ফোন নম্বর নিয়ে যোগাযোগের চেষ্টা করলে সেটি পাওয়া যায় না ৷ পুলিশ বুঝতে পারে সেটি ভুল নম্বর ৷ এর পরই গোয়া পুলিশ ট্যাক্সি চালকের সঙ্গে যোগাযোগ করে ৷
চালক স্থানীয় কোঙ্কানি ভাষায় পুলিশকে জানায় তিনি সূচনা শেঠকে নিয়ে কর্ণাটকের থানায় যাচ্ছেন ৷ পুলিশ যেন তৈরি থাকে ৷ সেই মতোই চালক বেঙ্গালুরু থানায় এই মহিলাকে নিয়ে যান ৷ কর্ণাটক পুলিশ গাড়িটি ও এই মহিলাকে নিয়ে থানায় উপস্থিত হতেই পুলিশ ট্রক্সিটি তল্লাশি করে ৷ ওই মহিলার ব্য়াগ থেকে একটি বছর চারেকের শিশুর দেহ খুঁজে পায় ৷ এরপরই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ গোয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত সূচনা শেঠকে তদন্তের জন্য ট্রানজিট রিমান্ড গোয়ায় ফিরিয়ে আনা হবে ৷ শিশুটিকে কেন খুন হতে হল তা খতিয়ে দেখছে গোয়ার ক্যালাঙ্গুট থানায় পুলিশ ৷
আরও পড়ুন:
- মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি অপবাদে সন্তানের সামনেই পুড়িয়ে মারা হল মহিলাকে
- দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে
- ভুয়ো এনকাউন্টার মামলায় প্রাক্তন মডেলকে গুলি করে খুন