ভদ্রক, 11 ফেব্রুয়ারি: পুরী যাওয়ার পথে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় আহত বাংলার 14 জন পর্যটক (Bengal tourists) ৷ তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে ভদ্রক জেলার জুরাগাদিয়ার কাছে 16 নম্বর জাতীয় সড়কের কাছে (National Highway-16 near Juragadia in Bhadrak district) ৷ আহত সকলকে ভদ্রক জেলা সদর হাসপাতালে (ডিএইচএইচ) ভরতি করা হয়েছে (Bengal tourists injured in Bhadrak) ।
সূত্রের খবর, কলকাতা (Kolkata) থেকে পুর্ণ্যাথী বোঝাই বাস জগন্নাথ দর্শনে পুরী (Puri Jagannath Temple) যাচ্ছিল । ভদ্রকের কাছে চালক ভারসাম্য হারিয়ে ফেলায় (driver lost balance over the wheels) বাসটি পিছন থেকে এসে একটি ট্রাককে ধাক্কা দেয় ৷ ট্রাকটি ন্যাশনাল হাইওয়ে 16-তে দাঁড়িয়েছিল। বাসে প্রায় 65 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ তার মধ্যে পশ্চিমবঙ্গের কমপক্ষে 14 জন পুর্ণ্যাথী গুরুতর আহত হয়েছেন । দু'জনের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে । একজন আহত ব্যক্তি বলেন, "আমরা প্রায় 65 জন পুরী যাচ্ছিলাম । আমরা যে বাসে যাচ্ছিলাম তা আজ ভোরে দুর্ঘটনার কবলে পড়ে । আহতরা সকলেই এখন ভালো আছেন ৷ তবে দু'জনের অবস্থা আশংকাজনক এবং তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷"