পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bus Accident In Kalingaghati: ওড়িশায় বাস দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গের পর্যটকরা - ওড়িশার খবর

ওড়িশার কলিঙ্গঘাটিতে বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটে ৷ দুর্ঘটনাটি (Bus Accident In Kalingaghati) ঘটে ওড়িশার কন্ধ্যামাল জেলায় ৷ ঘটনায় আহত হন 20 জন ৷

Bus Accident In Kalingaghati
ওড়িশায় বাস দুর্ঘটনায় আহত 20

By

Published : Dec 17, 2021, 9:13 AM IST

Updated : Dec 17, 2021, 9:51 AM IST

ভঞ্জনগর, 17 ডিসেম্বর: দারিংবাড়ি থেকে ফেরার পথে পশ্চিমবঙ্গের পর্যটকদ ভর্তি বাস উল্টে যাওয়া আহত বেশ কয়েকজন যাত্রী ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে (Bus Accident In Kalingaghati) ওড়িশার কন্ধ্যামাল জেলায় কলিঙ্গঘাটিতে ৷ ঘটনায় আহত হন 20 জন ৷ যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ আহত 3 বাসযাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় বেরহামপুরের এমকেজিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অন্যান্যদের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

ঘটনার তদন্ত শুরু করেছে উদয়গিরির পুলিশ ৷ কীভাবে দুর্ঘটনাটি ঘটনাটি ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ বাসটিতে পশ্চিমবঙ্গের পর্যটকরা ছিলেন ৷ আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ ৷

ওড়িশায় বাস দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গের পর্যটকরা

আরও পড়ুন: দেরাদুনে কংগ্রেসের মঞ্চে বাঙালি চা-বিক্রেতা, লেবু চা খেলেন রাহুল

ঘটনার পর সাময়িক যানজটের সৃষ্টি হয় রাস্তায় ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷ আহতদের মধ্যে 3 জন ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রের খবর ৷

Last Updated : Dec 17, 2021, 9:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details