পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Suvendu Adhikari : গোটা বাংলাকেই কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত, কটাক্ষ শুভেন্দুর

উপনির্বাচনে ভুয়ো ভোটার কাণ্ড নিয়ে তৃণমূলকে বিঁধলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বিরোধী দলনেতার দাবি, পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের আখড়া হয়ে উঠেছে ৷ তাই বিএসএফকে শুধু 50 কিলোমিটার নয়, গোটা বাংলার ক্ষমতাই কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত ।

Suvendu Adhikari
গোটা বাংলাকেই কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত, কটাক্ষ শুভেন্দুর

By

Published : Nov 13, 2021, 8:44 AM IST

মেদিনীপুর, 13 নভেম্বর : দেশের বিভিন্ন রাজ্যে বিএসএফের ক্ষমতা বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ এরাজ্যে তা নিয়ে প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল ৷ তা নিয়েই এবার রাজ্যের শাসকদলকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । বলেন, "বিএসএফকে 50 কিলোমিটার নয়, গোটা বাংলার ক্ষমতাই কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত । বাংলা যেভাবে খুনি এবং জঙ্গিদের আস্তানা উঠছে, তাতে আমরা উদগ্রীব ।"

আরও পড়ুন :Indian Railway : মোদির দেখানো পথে লাভের শিখরে পৌঁছবে রেল, দাবি অশ্বিনী বৈষ্ণব

শুক্রবার পশ্চিম মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসেছিলেন শুভেন্দু অধিকারী । পুজো উদ্বোধনের পর জেলার পার্টি অফিসে একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত হন তিনি । সেখানে সাংবাদিকদের করা বিএসএফের ক্ষমতা বাড়ানো নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বিএসএফের ক্ষমতা বাড়বে না কমবে, তা সম্পূর্ণভাবে কেন্দ্র ঠিক করবে । এটা কেন্দ্রের ব্যাপার । রাজ্যের হস্তক্ষেপের কোন অধিকার নেই । কোনও রাজ্য অভিযোগ জানাতেই পারে, কিন্তু সেটা আদৌ টিকবে না ৷ আইনি পথেই কেন্দ্র তার জবাব দেবে । আমরা জানি কারা এবং কেন এর বিরুদ্ধাচারণ করছেন ।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর

উপনির্বাচনে ভুয়ো ভোটার কাণ্ড নিয়েও শাসককে বিঁধেছেন শুভেন্দু ৷ বলেন, "যেভাবে দুধেল গাইরা ভোট দিয়ে রাজ্যকে পাকিস্তান বানাতে চাইছে, তা কোনওভাবেই সনাতনী হিন্দুরা মেনে নেবে না । এছাড়াও প্রায়ই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে লুকিয়ে থাকে । পশ্চিমবঙ্গ তাদের শেল্টার দিয়ে এসেছে এতদিন । তাই তাদের আটকানোর জন্য বিএসএফের ক্ষমতা বাড়ানো জরুরি ।"

আরও পড়ুন : Suvendu Adhikari: রাজ্যে জন্ম নিয়ন্ত্রণে স্পেশাল সেন্সাসের দাবি শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details