কোলাপুর (মহারাষ্ট্র), 8 এপ্রিল : কেঁচো খুঁড়তে কেউটে ! মহারাষ্ট্রের শেয়াদ্রি ব্যাঘ্র প্রকল্পের (Sahyadri Tiger Project Area) ঘটনাকে এভাবেই ব্যাখ্যা করা যেতে পারে ৷ কারণ, চোরাশিকারির খোঁজ করতে গিয়ে ভয়ঙ্কর ঘটনার হদিশ পেয়েছেন বনকর্মীরা ৷ সামনে এসেছে গোসাপকে ধর্ষণের ঘটনা (Bengal Monitor Lizard Raped in Sahyadri Tiger Project Area) ৷
ঘটনাটি চলতি বছরের 31 মার্চের ৷ বনকর্মীদের সূত্রে জানা গিয়েছে, সেদিন বাঘের গতিবিধি নজরদারি করার জন্য বসানো ক্যামেরায় তিন যুবককে দেখা যায় ৷ তাদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল ৷ বনকর্মীরা বুঝতে পারেন যে ওই তিন যুবক চোরাশিকারি ৷ সঙ্গে সঙ্গে তাদের ধরার চেষ্টা শুরু হয় ৷