পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bengal Minor Girl Rescued: প্রেমের টানে ঘর ছেড়ে হরিয়ানা, প্রেমিক চম্পট দিতেই মা'কে ফোন নাবালিকার - হরিয়ানার ঘটনা

ফেসবুকে প্রেম ৷ তারপর 2 মাস আগে বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন জায়গা ঘুরে হরিয়ানার এক কারখানায় শ্রমিকের কাজ ৷ এর মাঝেই নাবালিকা প্রেমিকাকে ছেড়ে ধাঁ প্রেমিক ৷ তারপর...

Etv Bharat
উদ্ধার হওয়া নাবালিকা

By

Published : Apr 5, 2023, 6:12 PM IST

Updated : Apr 5, 2023, 6:32 PM IST

পশ্চিমবঙ্গের নাবালিকা উদ্ধারের ঘটনায় সোনিপত অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং স্কোয়াডের এএসআই অনিল কুমারের বক্তব্য

সোনিপত, 5 এপ্রিল: সোশাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব, তারপর প্রেম ৷ এখন আকছার এই গল্প শোনা যায় ৷ তবে কখনও কখনও এই প্রেমের ভয়ংকর পরিণতির ঘটনাও সামনে আসে ৷ আর এভাবে অনেক ছেলে-মেয়েই প্রতারণার শিকার হয়ে থাকে ৷ এমনই ঘটনা ঘটেছে হরিয়ানায় ৷ এখানকার সোনিপত জেলা থেকে পশ্চিমবঙ্গের এক নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ ৷ ফেসবুকে এক ছেলের সঙ্গে প্রেম ৷ তার সঙ্গেই হরিয়ানায় পালিয়ে যায় নাবালিকা ৷ কিছুদিন এখান সেখান ঘোরার পর নাবালিকা প্রেমিকাকে ছেড়ে পালান 'গুণধর' প্রেমিক ৷ তখন বিপদ বুঝে মায়ের সঙ্গে সোশাল মিডিয়ায় যোগাযোগ করে নাবালিকা ৷

সোনিপতের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং স্কোয়াডে পোস্ট করে এএসআই অনিল কুমার জানান, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির বাসিন্দা এক নাবালিকা ফেসবুকে সেখানকারই এক ছেলের প্রেমে পড়েছিল ৷ দু'জনেই বাড়ি থেকে প্রায় এক মাস আগে পালিয়ে যায় ৷ প্রথমে পশ্চিমবঙ্গেরই বিভিন্ন জায়গায় থাকছিল তারা ৷ এদিকে মেয়েটির বাবা পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন ৷ বাংলার পুলিশের নজর এড়ানোর জন্য দু'জনেই রাজ্য ছেড়ে চলে যায় ৷

পুলিশ জানিয়েছে, প্রায় দুই থেকে তিন মাস আগে তারা ট্রেনে দিল্লি ও তারপর হরিয়ানার সোনিপতে পৌঁছয় ৷ এরপর একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতে শুরু করে দু'জন ৷ এর মধ্যেই কয়েকদিন আগে নাবালিকাকে ছেড়ে পালিয়ে যায় প্রেমিক ৷ তখন মেয়েটি তার মায়ের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ করে ৷

মেয়েটির পরিবারের থেকে বিষয়টি থানায় জানানো হলে হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে পশ্চিমবঙ্গ পুলিশ ৷ এরপর সোনিপতের রতনপুর এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করা হয় ৷ পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে সোনিপতে পৌঁছয় মেয়েটির মা ৷ তাঁর হাতেই নাবালিকাকে তুলে দেয় পুলিশ ৷ এই বিষয়ে হরিয়ানা পুলিশ জানিয়েছে, নবম শ্রেণি পর্যন্ত পড়েছে নাবালিকা ৷ বয়স 16 থেকে 17 বছরের মধ্যে ৷ চিকিৎসার পর তাকে মহিলা শিশু উন্নয়ন কেন্দ্রের সহায়তায় পরিবারের কাছে হস্তান্তর করা হয় ৷

আরও পড়ুন :দিদির সামনেই 16 বছরের নাবালিকাকে 'ধর্ষণ' দিল্লিতে

Last Updated : Apr 5, 2023, 6:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details