কলকাতা, 12 এপ্রিল : দলিতদের ভিখারি বলেছেন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল, এমনটাই অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি ৷ ইতিমধ্যে রবিবার নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে ৷ তার পর সোমবার কেন্দ্রের শাসক দলের তরফে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে জাতীয় দলিত কমিশনের কাছেও ৷
এদিন বিজেপির একটি প্রতিনিধি দল জাতীয় দলিত কমিশনে যায় ৷ সেই দলের নেতৃত্বে ছিলেন দলিত কমিশনের প্রাক্তন সভাপতি তথা বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম ৷ তাঁরা দ্রুত এই নিয়ে পদক্ষেপ করার দাবি জানিয়েছেন দলিত কমিশনের কাছে ৷
দুষ্মন্ত গৌতমের দাবি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডলের এই মন্তব্য অত্যন্ত অপমানজনক ৷ তাঁর আরও দাবি, উন্নয়নের মাধ্যমে দলিতরা এখন অনেকটাই এগিয়ে গিয়েছে ৷ আর তাঁরা (দলিতরা) জানেন যে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও বিজেপির জন্য এটা সম্ভব হয়েছে ৷