নয়াদিল্লি, 17 এপ্রিল : পঞ্চম দফার নির্বাচনের দিন ভোটদানের জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি ৷ এদিন তিনি বাংলায় টুইট করে বিপুল পরিমাণ ভোট দেওয়ার আহ্বান জানান ৷ একইসঙ্গে প্রথমবার যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের ভোটাধিকার প্রয়োগের পরামর্শ দেন ৷
রাজ্যের জনতাকে বিপুল ভোটদানের আর্জি মোদির - election 2021
নরেন্দ্র মোদি বাংলায় টুইট করে বিপুল পরিমাণ ভোট দেওয়ার আহ্বান জানান ৷ একইসঙ্গে প্রথমবার যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের ভোটাধিকার প্রয়োগের পরামর্শ দেন ৷
আজ রাজ্যে পঞ্চম দফা নির্বাচন ৷ প্রতি দফার মতো, এ দফাতেও রাজ্যবাসীর উদ্দেশ্যে সকাল সকাল টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এদিন বাংলায় ও ইংরাজিতে টুইট করেন ৷ টুইটে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই । বিশেষত প্রথম বার যাঁরা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন ।"
একই সঙ্গে তিনি টুইট করে লেখেন, দেশের বিভিন্ন প্রান্তে ভোটগ্রহণ চলছে ৷ গণতন্ত্রের এই উৎসবে সকলকে সামিল হয়ে রেকর্ড সংখ্যক ভোটদানের কথা বলেন তিনি ৷