পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দ্বিতীয় দফার 30 আসনেই জিতবে বিজেপি: বিজয়বর্গীয় - BJP

কৈলাশ বিজয়বর্গীয় বললেন, নব্বই শতাংশ বুথে নির্ভয়ে ভোট দিয়েছেন ভোটাররা ৷ বিক্ষিপ্ত অশান্তি হয়েছে ৷ কিন্তু আগে যেমন হত, অধিকাংশ বুথের দখল নিয়ে নিত দুষ্কৃতীরা, প্রকৃত ভোটাররা ভোট দিতে পারত না, সেই ঘটনার ইতি হয়েছে ৷

bjp-will-win-all-30-seats-in-2nd-phase-said-kailash-vijayvargiya
bjp-will-win-all-30-seats-in-2nd-phase-said-kailash-vijayvargiya

By

Published : Apr 2, 2021, 7:50 AM IST

ইন্দোর, 2 এপ্রিল : দ্বিতীয় দফার 30 আসনেই জিততে চলেছে বিজেপি, জানিয়ে দিলেন কৈলাশ বিজয়বর্গীয় ৷ বৃহস্পতিবার একটি সংবাদ সংস্থাকে রাজ্যের দায়িত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় নেতা বলেন, "অতীতে পশ্চিমবঙ্গে এতখানি শান্তিপূর্ণ ভোট হয়নি ৷ গত 50 বছরে এটা নজির ৷ নব্বই শতাংশ বুথে নির্ভয়ে ভোট দিয়েছেন ভোটাররা ৷ বিক্ষিপ্ত অশান্তি হয়েছে ৷ কিন্তু আগে যেমন হত, অধিকাংশ বুথের দখল নিয়ে নিত দুষ্কৃতীরা, প্রকৃত ভোটাররা ভোট দিতে পারত না, সেই ঘটনার ইতি হয়েছে ৷"

বিজয়বর্গীয় যোগ করেন, "আমি বলব, গণতন্ত্রে বিশেষ অবদান রাখল নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী ৷ খুব ভালো ভোট হয়েছে ৷ দ্বিতীয় দফায় আমরা 30 টি আসনেই জিতব ৷"

আরও পড়ুন: নন্দীগ্রামের ভোট কি মমতাকে চাপে ফেলে দিল ?

গতকাল নন্দীগ্রামের বুথে বসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করছে বিজেপি ৷ এইসঙ্গে ডেরেক ও ব্রায়নের অভিযোগ ছিল, বহু ক্ষেত্র বুথ দখল করেছে বিজেপি ৷ সেই প্রসঙ্গে বিজয়বর্গীয় বলেন, "এধরনের কথা হার মেনে নেওয়ার লক্ষণ ৷ ওরা বুঝে গেছে মানুষ ওদের সঙ্গে নেই ৷ আসলে ভোট হচ্ছে, মমতা ভার্সেস সাধারণ মানুষ ৷ কাল তো দেখা গেল, মমতা নিজের কেন্দ্রের যেখানেই গেলেন সেখানেই জয় শ্রী রাম স্লোগান দিল জনতা ৷ ওঁর পক্ষে আছে কেবল একটি বিশেষ শ্রেণির মানুষ ৷"

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় দফা ভোটে 30টি আসনে গড়ে 80 শতাংশ ভোট পড়েছে ৷ ভোট ছিল বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ৷ সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা ছিল 171 ৷ এদের মহিলা প্রার্থী ছিল 19 জন ৷

ABOUT THE AUTHOR

...view details