পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তৃণমূলের বুথ যেন মরুভূমি, টুুইটে খোঁচা অমিত মালব্য-র - west bengal assembly electon 2021

পঞ্চম দফা ভোটের মধ্যেই টুইটে তৃণমূলকে খোঁচা দিলেন অমিত মালব্য ৷ এদিন টুইটারে চারটি ছবি পোস্ট করেন তিনি ৷ পানিহাটি, মাটিগারা, নকসালবাড়ি, জামালপুর এবং কালনার তৃণমূলের বুথের ছবি পোস্ট করেন ৷ ছবিতে দেখা যায়, বুথগুলি ফাঁকা অবস্থায় রয়েছে ৷

টুুইটে খোঁচা অমিত মালব্য-র
টুুইটে খোঁচা অমিত মালব্য-র

By

Published : Apr 17, 2021, 11:50 AM IST

নয়াদিল্লি, 17 এপ্রিল : ফের টুইট করে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য ৷ টুুুুইটে তৃণমূলের ফাঁকা বুথের কিছু ছবি পোস্ট করে লেখেন, অন্য দফার মতোই এই দফাতেও বুথগুলি মরুভূমির ন্যায় রয়েছে ৷

পঞ্চম দফা ভোটের মধ্যেই টুইটে তৃণমূলকে খোঁচা দিলেন অমিত মালব্য ৷ এদিন টুইটারে চারটি ছবি পোস্ট করেন তিনি ৷ পানিহাটি, মাটিগারা, নকসালবাড়ি, জামালপুর এবং কালনার তৃণমূলের বুথের ছবি পোস্ট করেন ৷ ছবিতে দেখা যায়, বুথগুলি ফাঁকা অবস্থায় রয়েছে ৷

এই ছবি পোস্ট করে তিনি লেখেন, প্রতি দফার মতো এই দফাতেও তৃণমূলের বুথ ফাঁকা থাকার ছবি অব্যহত ৷ এরপর তিনি হ্যাসট্যাগ দিয়ে লেখেন, আসল পরিবর্তনের জন্য ভোট দিলেন ৷

আরও পড়ুন : কপালে তিলক, চোখে সানগ্লাস ; ভোট দিলেন মদন

ABOUT THE AUTHOR

...view details