পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

''বছরের পর বছর রেলের বরাদ্দে বঞ্চিত বাংলা'', ''ভোটমুখী বাজেটে'' কেন্দ্রকে তোপ ডেরেকের - ডেরেক ও'ব্রায়েন

এ বছর বাংলার জন্য 'রেকর্ড রেলবরাদ্দে' কেন্দ্রকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তাঁর অভিযোগ, বছরের পর বছর ধরে রেলবাজেটে বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্র। আর এ বছর ভোটের দিকে তাকিয়ে চমক দেওয়া হচ্ছে।

"Bengal Deprived Of Railway Funds For Years", says TMC mp Derek O'Brien
''ভোটমুখী বাজেটে'' কেন্দ্রকে তোপ ডেরেকের

By

Published : Feb 7, 2021, 12:47 PM IST

দিল্লি, 7 ফেব্রুয়ারি: বছরের পর বছর রেলবাজেটে বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্র। আর এ বছর ভোটের দিকে তাকিয়ে রেলে চমক লাগানো বাজেট বরাদ্দ করা হল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এ ভাবেই তোপ দাগলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।

1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করার সময় এ বছর পশ্চিমবঙ্গের জন্য 6,636 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রেলমন্ত্রী পীযুশ গয়াল বলেন, ভারতীয় রেলের ইতিহাসে রাজ্যের জন্য এটাই সর্বাধিক ব্যয়বরাদ্দ। তিনি বলেছেন, ''2009-14 সাল পর্যন্ত গড় বাজেট বরাদ্দের থেকে এটা আড়াই গুণ এবং গত বছরের থেকে 26 শতাংশ বেশি।'' এই প্রসঙ্গে টুইটে রেলমন্ত্রী লেখেন, ''পশ্চিমবঙ্গকে আশ্বস্ত করে বলছি, জমি পাওয়া গেলে ও স্থানীয় সমস্যা না-থাকলে ব্যয়বরাদ্দে কোনও ঘাটতি হবে না।''

তবে ভোটমুখী এই প্রতিশ্রুতিতে না-গলে কেন্দ্রের বিরুদ্ধে পালটা তোপ দেগেছে তৃণমূল। গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে টুইটে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েন। পরিসংখ্যান তুলে ধরে টুইটে তিনি লিখেছেন, ''নির্বাচনের মরসুমে বিজেপির পর্যটক দল বাংলার জন্য রেকর্ড রেল বরাদ্দ করেছে। প্রকৃত সত্যিটা হল, গত কয়েক বছরে বহু রেলপ্রকল্প ও বরাদ্দ আটকে রাখা হয়েছে।''

আরও পড়ুন:সংসদে নয়া কৃষি বিল আনুক কেন্দ্র, দাবি ডেরেক ও’ব্রায়েনের

মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বাংলার জন্য নেওয়া এক ডজনেরও বেশি প্রকল্পের কথা তুলে ধরে ডেরেক অভিযোগ করেছেন যে, এ বছর সেই প্রকল্পগুলির জন্য সামান্য বরাদ্দ করা হয়েছে। ভোটের দিকে তাকিয়েই বাংলার জন্য কেন্দ্র উপহারের ডালি সাজিয়েছে বলে অভিযোগ করে ডেরেক বলেছেন, 2016-17 থেকে 2020-21 সাল পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলওয়ের জন্য কোনও নতুন লাইন তৈরি হয়নি।

ABOUT THE AUTHOR

...view details