রাঁচি, 8 অক্টোবর: ইডির হাতে গ্রেফতার বাংলার ব্যবসায়ী অমিত আগরওয়াল । শুক্রবার গভীর রাত পর্যন্ত রাঁচিতে ইডির জোনাল অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করেননি অমিত আগরওয়াল । এমন পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে ।
অমিত আগরওয়াল কলকাতার একজন ব্যবসায়ী। জামতাড়ায় রিয়েল এস্টেট, উদ্ভিজ্জ তেলের শিল্প-সহ একাধিক ব্যবসার সঙ্গে জড়িত । ঝাড়খণ্ডে তাঁর যথেষ্ট ক্ষমতা আছে । প্রভাবশালীদের মধ্যে তাঁর ভালো যাতায়াত রয়েছে । 2020 সালে আয়কর বিভাগ তাঁর বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করেছিল এবং তখনই ধরা পড়েছিল একাধিক অনিয়ম । বাংলার এই ব্যবসায়ী প্রায়শ রাঁচিতে আসা-যাওয়া করেন বলে তদন্তকারীরা জেনেছেন ।
এর আগে এই অমিত আগরওয়ালের অভিযোগের ভিত্তিতে ঝাড়খণ্ড হাইকোর্টের আইনজীবী রাজীব কুমারকে নগদ ৫০ লক্ষ টাকা সহ বাংলার পুলিশ গ্রেফতার করেছিল । অমিত আগরওয়াল শেল কোম্পানি সংক্রান্ত একটি পিটিশনে রাজীব কুমারের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ এনেছিলেন । এই ক্ষেত্রে, ইডি পৃথকভাবে অর্থ পাচারের মামলাও দায়ের করেছে । রাজীব কুমারকে জেরা করেছে ইডি ।