কলকাতা, 10 মে: রাজ্যে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করা নিয়ে তরজা এখনও চলছে। ভোটব্যাংকে আঘাত লাগতে পারে ধরে নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করে বিজেপি। তবে রাজ্যের শান্তি-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না-হয় তার জন্যই ছবির প্রদর্শন বন্ধ রাখা হয়েছে বলে নবান্ন জানিয়েছে । এবার কয়েক ধাপ এগিয়ে রাজ্য বিজেপির সভাপতির দাবি, সত্য গোপন করে ইসলামিক চরমপন্থীদের রক্ষা করতেই দ্য কেরালা স্টোরির প্রদর্শন বন্ধ করা হয়েছে।
নিজের বক্তব্যের সমর্থনে কয়েকটি পরিসংখ্যানও তুলে ধরেছেন বালুরঘাটের এই সাংসদ। তথ্য সূত্র হিসেবে তিনি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির কথা উল্লেখ করে তিনি জানান, 2016 সাল থেকে 2020 সালের মধ্যে রাজ্য থেকে 1 লাখ 43 হাজার 102 জন মহিলা নিখোঁজ হয়েছেন । আর এই সময়ের মধ্যে তামিলনাড়ু থেকে নিখোঁজ হয়েছেন 53 হাজার 780 জন মহিলা। রাজ্য সভাপতির অভিযোগ, এই সত্য যাতে কেউ জানতে না পারে তার জন্যই এই দুটি রাজ্যে সিনেমার প্রদর্শন বন্ধ করা হয়েছে। পাশাপাশি এভাবে ইসলামিক চরমপন্থীদেরও সাহায্য করা হচ্ছে বলে সাংসদ মনে করেন।