পটনা, 26 সেপ্টেম্বর: 2024 লোকসভা ভোটের আগে সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ৷ ফলে দেশজুড়েই বর্তমানে চর্চায় রয়েছে একাধিক রাজনৈতিক ইস্যু ৷ যার মধ্যে রয়েছে, মহিলা সংরক্ষণ বিল, 'এক দেশ এক নির্বাচন'য়ের মতো বিষয়গুলি ৷ এই সমস্ত বিষয় নিয়ে ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফে বাংলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে ৷
বিজেপি বিরোধী দলগুলি সংসদে মহিলা সংরক্ষণ বিল পাসে তাদের সম্মতি দিলেও, ওই বিলের মাধ্যমে ওবিসি শ্রেণির মহিলাদেরও সংরক্ষণ দেওয়ার দাবি জানিয়েছে ৷ বিষয়টি নিয়ে সংসদের ভিতরে ও বাইরে সরব হয়েছে বিরোধী দলগুলি ৷ এই প্রসঙ্গে মঙ্গল পাণ্ডে জানিয়েছেন, সংসদের মহিলা সংরক্ষণ বিল পাস হওয়ায়, দেশের মহিলারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন ৷ মহিলাদের যে সম্মান প্রাপ্য, দেশ স্বাধীন হওয়ার 76 বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সম্মান তাঁদের দিয়েছেন ৷
এই বিজেপি নেতার কথায়, "কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তারা মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা বললেও, তা চালু করার বিষয়ে যথাযথভাবে চেষ্টা করেনি ৷ এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে যখন এই বিল পাস হয়েছে তখন বিরোধীদের পেট ব্যথা হচ্ছে ৷" তিনি আরও জানান, প্রধানমন্ত্রী দেশের মহিলাদের সম্মান ও রাজনৈতিকভাবে গুরুত্ব দিয়েছেন ৷ বিরোধীরা রাজনৈতিক কারণেই এর সমালোচনা করছেন, কিন্তু দেশের মহিলারা এই বিল পাস হওয়ায় খুশি ৷ এর ফলে লোকসভা ও বিধানসভায় মহিলারাও পুরুষদের সমান সুযোগ পাবেন ৷ উন্নয়নমূলক বিভিন্ন নীতি গ্রহণের ক্ষেত্রেও মহিলাদের মতামত গুরুত্ব পাবে ৷