প্রয়াগরাজ, 25 জুলাই:বর্তমানে সবার মুখেই সীমা হায়দার ও সচিন মিনার প্রেম কাহিনী ৷ ভারতীয় প্রেমিকের টানে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সীমার এদেশে চলে আসার ঘটনা এখনও নানাভাবে সংবাদ শিরোনামে উঠে আসছে ৷ কিন্তু তাঁদের আগেও সীমান্তের কাঁটা তারের বাধা পেরিয়ে এরকমই এক প্রেমপর্বের ঘটনা ঘটেছে এই দেশের অন্য প্রান্তে ৷ কিন্তু সেই গল্প সেভাবে প্রকাশ্যে আসেনি ৷ এই গল্প ইকরা নামে এক যুবতী ও মুলায়ম সিং যাদব নামে এক যুবকের ৷ যার সূচনা বেঙ্গালুরুতে ৷
এই যুবক-যুবতী 6 মাস একসঙ্গে বসবাসও করেন বেঙ্গালুরুতে ৷ কিন্তু তাঁদের বিষয়ে জানতে পেরে যায় এদেশের নিরাপত্তা সংস্থাগুলি এবং ইকরাকে তাঁর দেশ পাকিস্তানে ফেরত পাঠানো হয় ৷ আর মুলায়মের ঠাঁই হয় জেলে ৷ বর্তমানে জেল থেকে মুক্তি পেয়েছেন ওই যুবক, তিনি বর্তমানে তাঁর আদিবাড়ি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে থাকেন ৷ কিন্তু এখনও ইকরা সঙ্গে দেখা করার অপেক্ষা করেন মুলায়ম, হাতরে বেরান প্রেমিকার সঙ্গে কাটানো তাঁর পুরনো সুখের স্মৃতিগুলিকে ৷
গত 12 এপ্রিল জেল থেকে মুক্তি পান মুলায়ম ৷ তারপর থেকেই তিনি রয়েছেন প্রয়াগরাজের মাকসুদনায় তাঁদের আদি বাড়িতে ৷ পাকিস্তান থেকে তাঁর প্রেমিকা ইকরা ফোন করবেন এই আশায় মুলায়ম সবসময় মোবাইল ফোনটি নিজের সঙ্গে রাখেন ৷ মুলায়মের টানে বেআইনিভাবে নেপাল হয়ে পাকিস্তান থেকে এদেশে চলে এসেছিলেন ইকরা ৷ এরপর ভারতের গোয়েন্দা এজেন্সি ও পুলিশ তাঁর বিষয়ে জানতে পারে ৷ ইকরাকে বেআইনিভাবে ভারতে থাকতে মদত ও নকল নথি বানিয়ে দেওয়ার অভিযোগে মুলায়মের ঠাঁই হয় জেলে ৷