পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indo Pak online Love Story: সীমানা পেরিয়ে প্রেম ও বিচ্ছেদ ! সামনে এল পাকিস্তানের ইকরা ও প্রয়াগরাজের মুলায়মের গল্প - ভারত পাকিস্তান প্রেমের গল্প

পাকিস্তানের ইকরা প্রেমে পড়েছিলেন প্রয়াগরাজের মুলায়মের ৷ অনলাইনে আলাপ আর সেই প্রেমিকের টানেই বেআইনিভাবে ভারতে আসেন ইকরা ৷ 6 মাস একসঙ্গে বেঙ্গালুরুতে থাকার পর ধরা পড়ে যান ইকরা ও মুলায়ম ৷ ইকরাকে ফেরত পাঠানো হয় পাকিস্তানে, মুলায়মের ঠাঁই হয় জেলে ৷

ETV Bharat
ইকরা ও মুলায়ম

By

Published : Jul 25, 2023, 11:08 PM IST

প্রয়াগরাজ, 25 জুলাই:বর্তমানে সবার মুখেই সীমা হায়দার ও সচিন মিনার প্রেম কাহিনী ৷ ভারতীয় প্রেমিকের টানে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সীমার এদেশে চলে আসার ঘটনা এখনও নানাভাবে সংবাদ শিরোনামে উঠে আসছে ৷ কিন্তু তাঁদের আগেও সীমান্তের কাঁটা তারের বাধা পেরিয়ে এরকমই এক প্রেমপর্বের ঘটনা ঘটেছে এই দেশের অন্য প্রান্তে ৷ কিন্তু সেই গল্প সেভাবে প্রকাশ্যে আসেনি ৷ এই গল্প ইকরা নামে এক যুবতী ও মুলায়ম সিং যাদব নামে এক যুবকের ৷ যার সূচনা বেঙ্গালুরুতে ৷

এই যুবক-যুবতী 6 মাস একসঙ্গে বসবাসও করেন বেঙ্গালুরুতে ৷ কিন্তু তাঁদের বিষয়ে জানতে পেরে যায় এদেশের নিরাপত্তা সংস্থাগুলি এবং ইকরাকে তাঁর দেশ পাকিস্তানে ফেরত পাঠানো হয় ৷ আর মুলায়মের ঠাঁই হয় জেলে ৷ বর্তমানে জেল থেকে মুক্তি পেয়েছেন ওই যুবক, তিনি বর্তমানে তাঁর আদিবাড়ি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে থাকেন ৷ কিন্তু এখনও ইকরা সঙ্গে দেখা করার অপেক্ষা করেন মুলায়ম, হাতরে বেরান প্রেমিকার সঙ্গে কাটানো তাঁর পুরনো সুখের স্মৃতিগুলিকে ৷

গত 12 এপ্রিল জেল থেকে মুক্তি পান মুলায়ম ৷ তারপর থেকেই তিনি রয়েছেন প্রয়াগরাজের মাকসুদনায় তাঁদের আদি বাড়িতে ৷ পাকিস্তান থেকে তাঁর প্রেমিকা ইকরা ফোন করবেন এই আশায় মুলায়ম সবসময় মোবাইল ফোনটি নিজের সঙ্গে রাখেন ৷ মুলায়মের টানে বেআইনিভাবে নেপাল হয়ে পাকিস্তান থেকে এদেশে চলে এসেছিলেন ইকরা ৷ এরপর ভারতের গোয়েন্দা এজেন্সি ও পুলিশ তাঁর বিষয়ে জানতে পারে ৷ ইকরাকে বেআইনিভাবে ভারতে থাকতে মদত ও নকল নথি বানিয়ে দেওয়ার অভিযোগে মুলায়মের ঠাঁই হয় জেলে ৷

আরও পড়ুন: ইসলাম গ্রহণ করে অঞ্জু এখন ফতিমা, বিয়ে করলেন পাকিস্তানি ফেসবুক বন্ধুকে

কিন্তু এতকিছুর পরেও ইকরার প্রেমে পাগল এই যুবক মুলায়ম ৷ তিনি এখনও মোবাইলে প্রেমিকার সঙ্গে তোলা বিভিন্ন ছবি ও ভিডিয়ো দেখেন ৷ পাকিস্তানেও যেতে চান এই যুবক ৷ কিন্তু পরিবারের আপত্তিতে তিনি সেখানে যেতে পারেননি ৷ মুলায়মের মায়ের আশঙ্কা, ছেলে একবার প্রতিবেশী দেশটিতে গেলে আর বেঁচে ফিরবেন না ৷ তাই মুলায়ম এখন আশায় রয়েছে, হয়তো আইনিভাবেই কোনও দিন ইকরা এদেশে ফের আসবেন তাঁর টানে ৷ 2019 সালে অনলাইন লুডো খেলার সূত্রে আলাপ হয় এই যুবক ও পাক যুবতীর ৷ 19 বছরের ইকরা 2022 সালে বেআইনি ভাবে এদেশে প্রবেশ করে ও বেঙ্গালুরুতে তাঁরা থাকতে শুরু করেন ৷ কিন্তু চলতি বছরের 23 জানুয়ারি তাঁরা ধরা পড়ে যান ৷

আরও পড়ুন: ছ'বছরের ছোট প্রেমিকের টানে পাকিস্তান ছুটলেন বিবাহিত মহিলা

ইটিভি ভারতকে মুলায়ম জানিয়েছেন, তিনি এখনও ইকরাকে ভালোবাসেন ৷ যতদিন না ইকরা পাকিস্তান থেকে আবার আসছেন, ততদিন তিনি তাঁর জন্য অপেক্ষা করতে রাজি ৷ যুবকের দাবি, ইকরা তাঁকে ফিরে আসার কথা দিয়েছেন , তাই মিতি আর কাউকে বিয়ে করতে পারবেন না ৷ যুবকের দাবি, 6 মাস তাঁরা স্বামী-স্ত্রীর মতোই থেকেছেন বেঙ্গালুরুতে ৷

ABOUT THE AUTHOR

...view details