হায়দরাবাদ, 13 এপ্রিল : প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে গরম ৷ রীতিমতো নাজেহাল অবস্থা শহরবাসীর ৷ এসময় হাতে পানীয়র বোতল নিয়ে খোলা হাওয়ায় সময় কাটাতে পছন্দ করেন না, এমন লোকের সংখ্যা হাতেগোনা ৷ ফলে হু হু করে বাড়ছে বিয়ারের বিক্রি (Beer Sales Increased in Telangana) ৷
তেলেঙ্গানার আবগারি দফতরের অনুমান, গরমের কারণেই বিয়ারের বিক্রি দ্রুত হারে বাড়ছে । গ্রীষ্ম শুরু হওয়ার পর মাত্র 42 দিনে, 40.46 শতাংশ বিয়ার বিক্রি হয়েছে । গত বছরের 1 মার্চ থেকে 11 এপ্রিলের মধ্যে মোট 3.78 কোটি লিটার বিয়ার বিক্রি হয়েছে ৷ যার বাজারমূল্য 3,302.78 কোটি টাকা ৷ মদ বিক্রির পরিমাণ ছিল 3.56 কোটি লিটার ৷ মদ বিক্রি হয়েছিল । সেখানে 1 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত মাত্র 42 দিনে বিক্রি হয়েছে 5.30 কোটি লিটার বিয়ার ৷ পাল্লা দিয়ে বেড়েছে মদ বিক্রিও ৷ 42 দিনে 3,614.91 কোটি টাকার 3.58 কোটি লিটার মদ বিক্রি হয়েছে । গতবছর এই সময়ের মধ্যে বিক্রিত বিয়ারের তুলনায় বিক্রি বেড়েছে 40.46 শতাংশ । এবছর বিক্রি হওয়া অতিরিক্ত বিয়ারের পরিমাণ 1.53 কোটি লিটার ।