আগ্রা, 16 সেপ্টেম্বর:আপত্তিকর ছবি এবং ভিডিয়ো নিয়ে তরুণীকে ব্ল্যাকমেল করার অভিযোগ ৷ এর জেরে গুলি করে হত্যা করা হল এক বিএড ছাত্রকে । ঘটনাটি ঘটেছে আগ্রার বাহ থানার অন্তর্গত বিজৌলি গ্রামের জাটব বস্তিতে । মৃতের নাম অভিষেক ৷ এই ঘটনায় শুক্রবার দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ । বাহ থানার আধিকারিকরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা পুলিশের কাছে যুবককে খুনের কথা স্বীকার করেছে ।অভিষেককে বিজৌলির মাঠের কাছে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রায় 50 ঘণ্টা লড়াই করার পর বুধবার রাতে হাসপাতালে মৃত্যু হয় তাঁর । হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ ।
বিজৌলি গ্রামের বাসিন্দা দোরিলাল পুলিশকে জানিয়েছেন, তাঁর ছেলে অভিষেক বিএড পড়ছিলেন ৷ সোমবার এআর লাইব্রেরিতে গিয়েছিলেন তিনি । দোরিলাল বলেন, "রাত 10টার দিকে লাইব্রেরি থেকে 500 মিটার দূরে খামারের রাস্তায় তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায় । তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের দাগ ছিল ।" অভিষেকের বাবার কথায়, "ছেলের অল্প সময়ের জন্য জ্ঞান ফিরেছিল ৷ তখন তিনি হত্যাকারীদের নাম বলেছিলেন । অভিষেককে চোখ বেঁধে মাথায় গুলি করা হয়েছে । খুনিরা একই গ্রামের ।"
ডিসিপি ইস্ট সোমেন্দ্র মীনা জানিয়েছেন, অভিষেককে বিজৌলিতে একটি খালি জমির পাশের রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল । ঘটনাস্থল থেকে মদের বোতল ও খাবারের প্যাকেট পাওয়া গিয়েছে । মীনা আরও জানান, নিহতের ভাই নিতিনের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে । মৃত্যুর আগে অভিষেকের দেওয়া বয়ানের ভিত্তিতে পুলিশ শুক্রবার সন্ধ্যায় বিজৌলি গ্রামের বাসিন্দা সাহিল ওরফে শৈলেন্দ্রকে গ্রেফতার করে । তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বন্ধু নমনকেও গ্রেফতার করে পুলিশ ।
আরও পড়ুন:প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নার্সিং পড়ুয়াকে 'খুন', আত্মহত্যা অভিযুক্ত যুবকের
সোমেন্দ্র মীনা বলেন, "অভিযুক্তরা স্বীকার করেছে যে তারা অভিষেককে খুন করেছে । তদন্তের সময় জানা গিয়েছে যে অভিষেকের কাছে একটি তরুণীর কিছু আপত্তিকর ছবি এবং ভিডিয়ো ছিল ৷ ওই মেয়েটি নমনের বন্ধু । এসব দিয়ে অভিষেক তরুণীকে ব্ল্যাকমেইল করছিলেন বলে অভিযোগ ।" অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে যে তাঁরা অভিষেককে কয়েকবার বোঝানোর চেষ্টা করেছিল ৷ কিন্তু তিনি মেয়েটিকে তাও বিরক্ত করতে থাকে বলে অভিযোগ । অবশেষে নমন এবং সাহিল লাইব্রেরি থেকে বাড়ি ফেরার পথে অভিষেককে ধরে এবং তাঁকে গুলি করে হত্যা করে ৷ এমনটাই পুলিশ জানিয়েছে ।