নয়াদিল্লি, 21 এপ্রিল:দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)-কে মানবিক হওয়ার পরামর্শ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ ওড়িশার এক বৃদ্ধাকে পেনশন সংগ্রহ করার জন্য ব্যাংকে হাজিরা দিতে বাধ্য করা হয়েছিল ৷ প্রখর তাপে ভাঙা চেয়ারে ভর করে এক পা এক পা করে ব্যাংকের পথে যেতে দেখা গিয়েছে সেই বৃদ্ধাকে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই এই নিয়ে এসবিআই-কে একহাত নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ ব্যাংককে মানবিক আচরণ করতে বলেছেন তিনি ৷
তাঁর টুইটার হ্যান্ডেলে খালি পায়ে হাঁটা বৃদ্ধার সেই ভিডিয়ো পোস্ট করেছেন সীতারমন ৷ প্রচণ্ড দাবদাহের মধ্যে একটি ভাঙা চেয়ারকে সম্বল করে নিকটস্থ এসবিআই-এর শাখায় পেনশন সংগ্রহ করতে যাচ্ছেন তিনি ৷ নির্মলা সীতারমনের পোস্ট করা ভিডিয়োর সেই বৃদ্ধা সূর্য হরিজন হিসাবে চিহ্নিত ৷ ওড়িশার নবরাংপুর জেলায় ছোট ছেলের সঙ্গে থাকেন তিনি ৷ সেই ছেলে অন্য লোকের গবাদি পশু চরিয়ে জীবিকা নির্বাহ করেন । তাঁর বড় ছেলে অন্য রাজ্যে একজন পরিযায়ী শ্রমিক । জানা গিয়েছে, এই পরিবার একটি কুঁড়েঘরে থাকে এবং তাদের কোনও জমি নেই । জানা গিয়েছে, ওই বৃদ্ধার আঙুলের ছাপ ব্যাংকের রেকর্ডের সঙ্গে না মেলায়, তাঁকে সশরীরে ব্যাংকে উপস্থিত হয়ে পেনশন সংগ্রহ করতে বাধ্য করা হয়েছিল ৷