পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BBC Reacts to IT Survey: দিল্লি-মুম্বইয়ের অফিসে আয়কর অভিযান, পূর্ণ সহযোগিতা করা হচ্ছে বলে জানাল বিবিসি - IT Raid on BBC Office

বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে আয়কর অভিযানে এই সংস্থা পূর্ণ সহযোগিতা করছে (BBC Reacts to IT Survey)৷ এমনই দাবি করল ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন ৷

BBC Office ETV bharat
বিবিসি

By

Published : Feb 14, 2023, 3:54 PM IST

নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি:ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) দিল্লি এবং মুম্বইয়ের অফিসে আয়কর বিভাগ যে সমীক্ষা চালিয়েছে, তাতে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হয়েছে (BBC Reacts to IT Survey)৷ মঙ্গলবার এ কথা জানাল বিবিসি কর্তৃপক্ষ ৷ এই সংবাদমাধ্যম সংস্থাটি বলেছে যে, যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতির সমাধান হবে বলে আশা করা করা হচ্ছে ।

বিবিসির নিউজ প্রেস টিমের টুইটারে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলা হয়েছে, "আয়কর কর্তৃপক্ষ বর্তমানে নয়াদিল্লি এবং মুম্বইয়ে বিবিসির অফিসে রয়েছে এবং আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি । আমরা আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতির সমাধান হবে ।"

ব্রিটিশ সম্প্রচারকারী সংস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে একটি বিতর্কিত তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই এই আইটি হানার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে বিবিসির অফিসে আয়কর বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালান বলে জানিয়েছেন সংস্থার তিনজন কর্মী । সেই কর্মচারীদের পরিচয় প্রকাশ করতে নিষেধ করা হয়েছে কারণ তাঁদের প্রকাশ্যে কথা বলার অনুমতি নেই ৷

অজ্ঞাত আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, আয়কর বিভাগের দলগুলি নয়াদিল্লি এবং মুম্বই উভয় স্থানে বিবিসির অফিসে তল্লাশি চালিয়েছে । তাঁরা বলেছেন যে, বিভাগটি বিবিসির ব্যবসায়িক কার্যক্রম এবং এর ভারতীয় শাখার সঙ্গে সম্পর্কিত নথিগুলি খতিয়ে দেখছে ।

আরও পড়ুন:ভারতে বিবিসি'কে নিষিদ্ধ করার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, ধাক্কা খেল হিন্দু সেনা

বিবিসির তথ্যচিত্র "ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন"-এর (India: The Modi Question) সম্প্রচারকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের আবহে বিবিসির অফিসে এই আইটি অভিযান ৷ নরেন্দ্র মোদির শাসনকালে 2002 সালের গুজরাত দাঙ্গার নিয়ে তৈরি হয়েছে বিবিসির সেই তথ্যচিত্র ৷ 2002 সালের দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র গত মাসে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ।

এই তথ্যচিত্র অনলাইনে শেয়ার করাও নিষিদ্ধ করা হয় । কলেজগুলিতে এই তথ্যচিত্রের স্ক্রিনিং বন্ধ করতে এবং সোশ্যাল মিডিয়ায় এর ক্লিপগুলি সীমাবদ্ধ করতে নিরাপত্তা বাহিনীকে তৎপর করা হয় । সমালোচকরা এই পদক্ষেপকে সংবাদপত্রের স্বাধীনতার উপর আক্রমণ বলে নিন্দা করেছেন ।

দুই পর্বের তথ্যচিত্র "ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন" বিবিসি ভারতে সম্প্রচার করেনি । কেন্দ্র এই তথ্যচিত্র নিষিদ্ধ করে এবং সোশ্যাল মিডিয়ায় এর ক্লিপ শেয়ার করতেও বিরত থাকার নির্দেশ দিয়েছে ৷ তথ্য প্রযুক্তি আইনের অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই আদেশ জারি করে । টুইটার এবং ইউটিউব উভয়েই সেই অনুরোধ মেনে নিয়েছে এবং তথ্যচিত্রের লিঙ্ক সরিয়ে দিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details