নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি:ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) দিল্লি এবং মুম্বইয়ের অফিসে আয়কর বিভাগ যে সমীক্ষা চালিয়েছে, তাতে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হয়েছে (BBC Reacts to IT Survey)৷ মঙ্গলবার এ কথা জানাল বিবিসি কর্তৃপক্ষ ৷ এই সংবাদমাধ্যম সংস্থাটি বলেছে যে, যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতির সমাধান হবে বলে আশা করা করা হচ্ছে ।
বিবিসির নিউজ প্রেস টিমের টুইটারে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলা হয়েছে, "আয়কর কর্তৃপক্ষ বর্তমানে নয়াদিল্লি এবং মুম্বইয়ে বিবিসির অফিসে রয়েছে এবং আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি । আমরা আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতির সমাধান হবে ।"
ব্রিটিশ সম্প্রচারকারী সংস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে একটি বিতর্কিত তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই এই আইটি হানার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে বিবিসির অফিসে আয়কর বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালান বলে জানিয়েছেন সংস্থার তিনজন কর্মী । সেই কর্মচারীদের পরিচয় প্রকাশ করতে নিষেধ করা হয়েছে কারণ তাঁদের প্রকাশ্যে কথা বলার অনুমতি নেই ৷
অজ্ঞাত আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, আয়কর বিভাগের দলগুলি নয়াদিল্লি এবং মুম্বই উভয় স্থানে বিবিসির অফিসে তল্লাশি চালিয়েছে । তাঁরা বলেছেন যে, বিভাগটি বিবিসির ব্যবসায়িক কার্যক্রম এবং এর ভারতীয় শাখার সঙ্গে সম্পর্কিত নথিগুলি খতিয়ে দেখছে ।