নয়াদিল্লি, 27 জানুয়ারি: জেএনইউ, জামিয়া, দিল্লি বিশ্ববিদ্যালের পর এ বার দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয়েও দেখানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র (BBC Modi Docu Controversy)৷ এ জন্য আজ দুপুর একটা সময় রাখা হয়েছে । একই সময়ে এই সংক্রান্ত পুস্তিকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে এসএফআই ।
দিল্লি বিশ্ববিদ্যালয়েও বিবিসির তথ্যচিত্র: তথ্যচিত্র এর আগে, দিল্লি বিশ্ববিদ্যালয়ও প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে তথ্যচিত্রটি দেখানোর কথা বলেছে (BBC Modi documentary to be screened at DU)। জানা গিয়েছে, ওই বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে বিকেল 5টায় এটি স্ক্রিনিং-এর কথা ঘোষণা করেছেন মুসলিম শিক্ষার্থী, এনএসইউআই এবং ভীম আর্মি ৷
দিল্লি বিশ্ববিদ্যালয়ের এআইএসএ-র সভাপতি মানিক বলেছেন যে, "জেএনইউ, জামিয়ার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ে কয়েকটি মুসলিম ছাত্র এবং অন্যান্য সংগঠন এই তথ্যচিত্রের স্ক্রিনিং করার কথা ঘোষণা করেছে । তবে আমরাও এ ব্যাপারে আমাদের সহযোগিতা করব । তবে জামিয়ায় ছাত্রদের যেভাবে আটক করা হয়েছে, তা বিবেচনা করে ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।" উল্লেখ্য, জেএনইউ, জামিয়ার পরে, ডিইউ কর্তৃপক্ষও বিবিসির বিতর্কিত তথ্যচিত্রের প্রদর্শন নিষিদ্ধ করেছে ।