নয়াদিল্লি, 25 জানুয়ারি: ফের বিতর্কে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ৷ ওই শিক্ষা প্রতিষ্ঠানের দুই ছাত্রের দাবি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (Students Union) সদস্যদের একাংশের হাতে তাঁরা হেনস্তার শিকার হয়েছেন ৷ যদিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জেএনইউএসইউ (JNUSU)-এর সভানেত্রী ঐশী ঘোষ এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর পালটা অভিযোগ, মঙ্গলবার রাতে বিবিসির তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) নিয়ে তৈরি করা তথ্যচিত্র দেখানো হচ্ছিল বিশ্ববিদ্যালয় চত্বরে ৷ সেই সময় তাঁদের উদ্দেশ্য করে পাথর ছোড়া হয় ৷
বাম সমর্থিত আইসা (AISA)-র সদস্যরা ওই তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে ৷ তাঁরাই তথ্যচিত্র দেখার জন্য মঙ্গলবার রাতে হাজির হয়েছিলেন ৷ তাঁদের দাবি, গোলমাল পাকাতে এসে হাতেনাতে ধরা পড়ে যান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) দুই সদস্য ৷ কিন্তু তাঁদের কোনোভাবে হয়রানি করা হয়নি । জেএনইউ-তে আইসার সভাপতি কাসিম বলেন, "তাঁরা যখন আমাদের দিকে পাথর ছুঁড়েছিল, তখন আমরা তাঁদের ধরেছিলাম ৷ কিন্তু কোনও প্রকার হয়রানি করিনি ।"
পুলিশ জানিয়েছে, তাদের কাছে আইসা ও এবিভিপি, দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে ৷ জেএনইউ কর্তৃপক্ষের তরফে অবশ্য এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ যদিও সোমবার বিবিসি-র ওই বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ৷ তারা জানিয়েছিল, বিশ্ববিদ্যালয় চত্বরে এই তথ্যচিত্রের প্রদর্শন করা যাবে না ৷ কেউ সেই কাজ করলে, এই নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ তার পরও মঙ্গলবার রাতে ওই তথ্যচিত্র দেখানো হয়েছে ৷