পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul on Mahatma Gandhi: গান্ধিজিকে হত্যা করেছে যে আদর্শ আমাদের লড়াই তার বিরুদ্ধে: রাহুল

মহাত্মা গান্ধিকে হত্যা (Rahul on Mahatma Gandhi) করেছে যে আদর্শ আমাদের লড়াই তার বিরুদ্ধে ৷ গান্ধিজির জন্মজয়ন্তীতে (Mahatma Gandhi Birthday) এ কথা বললেন রাহুল গান্ধি (Rahul Gandhi)৷

Battle against ideology that killed Gandhi: Rahul Gandhi
গান্ধিজিকে হত্যা করেছে যে আদর্শ আমাদের লড়াই তার বিরুদ্ধে: রাহুল

By

Published : Oct 2, 2022, 2:14 PM IST

মাইসুরু, 2 অক্টোবর:গান্ধিজিকে হত্যা (Rahul on Mahatma Gandhi) করেছিল যে আদর্শ, আমাদের লড়াই তার বিরুদ্ধে ৷ মহাত্মা গান্ধির জন্মজয়ন্তীতে বাপুর হত্যাকাণ্ডের ঘটনা উত্থাপন করে এ কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)৷

ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত রাহুল মাইসুরুতে রবিবার বলেন, "গান্ধিজি ব্রিটিশ রাজের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ৷ আজ আমরা সেই আদর্শের সঙ্গে যুদ্ধে নেমেছি যেটি গান্ধিকে হত্যা করেছিল (Battle against ideology)। গত আট বছরে এই মতাদর্শ আমাদের কষ্টার্জিত স্বাধীনতার বৈষম্য, বিভাজন এবং ক্ষয় সৃষ্টি করেছে ।" ভারত জোড়ো যাত্রায় আজ কর্নাটকের বড়ানুভালু খাদি গ্রামোদ্যোগ কেন্দ্রে উপস্থিত হন রাহুল ৷ 1927 সালে এখানে গিয়েছিলেন গান্ধিজি ৷

এ দিন সংবাদমাধ্যমে দেওয়া একটি বিবৃতিতে রাহুল বলেন, "আমরা ভারতের সেই মহান সন্তানকে স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই । আমাদের এই স্মরণ আরও মর্মস্পর্শী হয়ে উঠেছে কারণ আমাদের ভারত জোড়ো যাত্রা 25তম দিনে পড়েছে ৷ এটি একটি এমন পদযাত্রা যেখানে আমরা তাঁর অহিংসা, ঐক্য, সাম্য এবং ন্যায়বিচারের পথে হাঁটছি ।" বিবৃতিতে রাহুল আরও বলেন, "স্বরাজের অনেক অর্থ আছে । আমাদের কৃষক, যুবক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভয় থেকে মুক্তিই হল স্বরাজ । আমাদের রাজ্যগুলির সাংবিধানিক স্বাধীনতা প্রয়োগ করা এবং আমাদের গ্রামগুলির পঞ্চায়েতি রাজ অনুশীলনের স্বাধীনতা থাকাটাই স্বরাজ ৷"

আরও পড়ুন:গান্ধি জয়ন্তীতে হিংসা ত্যাগের আহ্বান জানিয়ে টুইট রাষ্ট্রসংঘের মহাসচিবের

রাহুলের কথায়, "এটি নিজের জয়ও ৷ ভারতের যাত্রীরা যাঁরা পায়ে হেঁটে 3,600 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন বা লক্ষ লক্ষ নাগরিক যাঁরা আমাদের সঙ্গে স্বল্প সময়ের জন্য হাঁটছেন । এই যাত্রা হল ভারতের ভয়, ঘৃণা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ভারতীয় জনগণের শান্ত এবং দৃঢ় কণ্ঠস্বর । ক্ষমতায় থাকা ব্যক্তিদের পক্ষে গান্ধিজির ঐতিহ্যকে যথাযথভাবে মেনে চলা সহজ বলে মনে হতে পারে, কিন্তু তাঁর পদাঙ্কে হাঁটা অনেক বেশি কঠিন ।"

তিনি আরও জানিয়েছেন, "ইতিমধ্যেই বিপুল সংখ্যক পুরুষ, মহিলা ও শিশু যাত্রায় অংশ নিয়েছেন । তাঁদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে, গান্ধিজি যে মূল্যবোধের জন্য এবং আমাদের সাংবিধানিক অধিকারের জন্য জীবন দিয়েছেন আজ তা হুমকির মুখে । আমরা যখন মাইসুরু থেকে কাশ্মীর পর্যন্ত আমাদের যাত্রা চালিয়ে যাচ্ছি, আমি ভারতজুড়ে আমার সহ নাগরিকদের অহিংসার চেতনায় আমাদের সঙ্গে চলার জন্য অনুরোধ করছি ।"

ABOUT THE AUTHOR

...view details