পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chandigarh University Controversy: শৌচালয়ে মেয়েদের স্নানের ভিডিয়ো ভাইরাল, তদন্তের নির্দেশ - Punjab CM Bhagwant Mann tweet

তিনিও ছাত্রী ৷ তবে মেয়েদের বাথরুমে ঢুকে সহজেই একের পর এক স্নানের দৃশ্য ভিডিয়ো বন্দি করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ৷ আর এই কাণ্ড ঘিরেই তুলকালাম চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে (Chandigarh University) ৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে পঞ্জাব সরকার ।

Chandigarh University
ETV Bharat

By

Published : Sep 18, 2022, 10:05 AM IST

Updated : Sep 18, 2022, 1:30 PM IST

চণ্ডীগড়, 18 সেপ্টেম্বর: মেয়েদের স্নানের ভিডিয়ো করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল আরেকটি মেয়ে ৷ হ্যাঁ, এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পঞ্জাবের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ৷ এখানে পাঠরত একটি মেয়ে নিজে এমন ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে ৷ অভিযোগ, শুধু এখানেই থামেননি ছাত্রীটি, তিনি এই আপত্তিকর ভিডিয়ো আরেকজনকেও পাঠিয়েছেন ৷ সিমলার বাসিন্দা ওই তরুণই সামাজিক মাধ্যমে ভিডিয়োটি ছড়িয়েছিল বলে সূত্রের দাবি । ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে পঞ্জাব সরকার । টুইট করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ।

এই ঘটনার কথা জানতে পেরেই শনিবার রাতে চণ্ডীগড় বিশ্ববিদ্যায়লয়ের ছাত্রীরা বিশাল জমায়েত করে (Chandigarh University girl student caught while making a video inside the girls' bathroom) ৷ জানা গিয়েছে, প্রায় 60 জনের স্নানের দৃশ্য ভিডিয়ো করেছেন ওই অভিযুক্ত ৷ তবে ছাত্রীটিকে গ্রেফতার করেছে মোহালি পুলিশ ৷

এমন সাংঘাতিক ঘটনার পর স্বভাবতই ছাত্রীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে ৷ পরিস্থিতি সামলাতে পুলিশ আসে ঘটনাস্থলে ৷ খবর মিলেছে, ভিডিয়ো ভাইরাল হওয়ায় একটি ছাত্রী আত্মহত্যা করতে গিয়েছিলেন ৷ যদিও বিশ্ববিদ্যালয় আত্মহত্যার বিষয়টি অস্বীকার করেন ৷ তাঁরা জানান, ছাত্রীটি হইচইয়ের সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন: ছাত্রছাত্রীদের চটুল নাচের ভিডিয়ো ভাইরাল

এই ঘটনায় টুইট করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান (Punjab CM Bhagwant Mann) ৷ তিনি লিখেছেন, "চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা শুনে খুবই দুঃখ পেলাম ৷ আমাদের মেয়েরা আমাদের গর্ব ৷ এর জন্য উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি ৷ দোষী যে-ই হোক না কেন, কঠিন পদক্ষেপ করা হবে ৷ আমি সব সময় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা গুজব এড়িয়ে চলুন ৷"

পঞ্জাবের শিক্ষা মন্ত্রী হরজোৎ সিং (Harjot Singh Bains) টুইট করে লিখেছেন, "আমি সব ছাত্রীদের কাছে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি ৷ দোষী ছাড় পাবে না ৷ এটা খুবই স্পর্শকাতর ব্যাপার ৷" তিনি জানান, এ বিষয়ে আরও সচেতন থাকতে হবে ৷

মোহালির এসএসপি বিবেক সোনি বলেন, "একজন ছাত্রী ভিডিয়ো শুট (Video Viral in Social Media) করে ছড়িয়ে দেয় ৷ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতারও করা হয়েছে ৷ এই ঘটনায় কারও মৃত্যু হয়নি ৷ মেডিক্যাল রেকর্ড অনুযায়ী, আত্মঘাতী হওয়ার চেষ্টারও কোনও খবর মেলেনি ৷ ফরেনসিক প্রমাণ জোগাড় করা হয়েছে ৷ মানুষের গুজবে কান দেওয়া উচিত নয় ৷"

Last Updated : Sep 18, 2022, 1:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details