পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bathinda Military Station Shootout: ফের রক্ত ঝড়ল ভাতিন্ডায়! সার্ভিস রিভলবারের গুলিতে মৃত্যু সেনা জওয়ানের - ফের রক্ত ঝড়ল ভাতিন্ডা

ভাতিন্ডায় গুলি চালানোর ঘটনা আরও রহস্যজনক হয়ে উঠছে ৷ বুধবার ভোরে দুই বহিরাগত সেনাছাউনিতে ঢুকে গুলি চালায় ৷ তাতে প্রাণ হারান 4 জন সৈনিক ৷ এরপর রাতে নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই প্রাণ গেল আরও এক জওয়ানের।

Bathinda Shootout
ভাতিন্ডা শ্যুটআউট

By

Published : Apr 13, 2023, 10:26 AM IST

ভাতিন্ডা, 13 এপ্রিল: রহস্য বাড়ছে গুলি চালানোর ঘটনায় ৷ বুধবার ভোরের পর ফের সন্ধ্যায় গুলি চলল ভাতিন্ডার সেনাছাউনিতে ৷ ভাতিন্ডায় গুলি চালানোর 24 ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ এখনও লাল সতর্কতা জারি রয়েছে এলাকায় ৷ এর মধ্যে আরেক সেনা জওয়ানের মৃত্যুর খবর সামনে এল ৷ বুধবার রাতে এই জওয়ানের সার্ভিস রিভলবার থেকে গুলি চলে বলে জানা গিয়েছে ৷ ভাতিন্ডা ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশনের আধিকারিক গুরদীপ সিং বলেন, "গুলিতে জখম হয়েছেন একজন সেনা জওয়ান ৷ বুধবার রাতে পঞ্জাবের ভাতিন্ডায় তাঁর সার্ভিস রিভলবার থেকে আচমকা গুলি চলে ৷ এই মৃত জওয়ানের নাম লঘু রাজ শঙ্কর ৷" তাঁকে সঙ্গে সঙ্গে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি ৷ কিন্তু তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ৷

জানা গিয়েছে, এই জওয়ান 11 এপ্রিল ছুটি থেকে কাজে ফেরেন ৷ ভুল করে গুলি চালানোর ঘটনা হিসেবে উল্লেখ করেছে ভাতিন্ডার থানার আধিকারিক ৷ কিন্তু ভারতীয় সেনা এর পিছনে আত্মহত্যার চেষ্টার উড়িয়ে দিচ্ছে না ৷ তবে ভারতীয় সেনা জানিয়েছে, এর সঙ্গে গতকাল ভাতিন্ডার সেনাছাউনিতে গুলি চালনার ঘটনার কোনও যোগাযোগ নেই ৷

বুধবার সকালে ভাতিন্ডা সেনা ছাউনিতে গুলি চলে ৷ সেখানে মারা যান 4 জন সেনা জওয়ান ৷ তাঁরা 80 মিডিয়াম রেজিমেন্টের জওয়ান এবং আধিকারিকদের মেসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৷ সেনা সূত্রে জানা গিয়েছে, ভোর 4.35 মিনিট নাগাদ গুলি চলে ৷ পুলিশ ও সেনা যৌথ ভাবে এর তদন্ত করছে ৷

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জওয়ানদের ইনসাস রাইফেল থেকে গুলি করা হয় ৷ ঘটনাস্থল থেকে পুলিশ 19টি খালি শেল উদ্ধার করেছে ৷ 2 জন শ্যুটার কুর্তা-পাজামা পরে এই সেনাছাউনি ঢোকে ৷ তাদের মুখ ঢাকা ছিল ৷ একে জঙ্গি আক্রমণ বলে অনুমান করছে ভাতিন্ডা পুলিশ ৷ এই ঘটনার দু'দিন আগে ইউনিটের গার্ডের ঘর থেকে ইনসাস রাইফেল এবং বুলেট হারিয়ে গিয়েছিল ৷ পুলিশ ও সেনা সন্দেহ করছে, ওই হারিয়ে যাওয়া ইনসাস রাইফেল ও বুলেট দিয়েই এই সেনা জওয়ানদের হত্যা করা হয়েছে ৷

আরও পড়ুন: ভাতিন্ডার সেনা ছাউনিতে শুটআউট, নিহত অন্তত 4

ABOUT THE AUTHOR

...view details