ভাতিন্ডা, 13 এপ্রিল: রহস্য বাড়ছে গুলি চালানোর ঘটনায় ৷ বুধবার ভোরের পর ফের সন্ধ্যায় গুলি চলল ভাতিন্ডার সেনাছাউনিতে ৷ ভাতিন্ডায় গুলি চালানোর 24 ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ এখনও লাল সতর্কতা জারি রয়েছে এলাকায় ৷ এর মধ্যে আরেক সেনা জওয়ানের মৃত্যুর খবর সামনে এল ৷ বুধবার রাতে এই জওয়ানের সার্ভিস রিভলবার থেকে গুলি চলে বলে জানা গিয়েছে ৷ ভাতিন্ডা ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশনের আধিকারিক গুরদীপ সিং বলেন, "গুলিতে জখম হয়েছেন একজন সেনা জওয়ান ৷ বুধবার রাতে পঞ্জাবের ভাতিন্ডায় তাঁর সার্ভিস রিভলবার থেকে আচমকা গুলি চলে ৷ এই মৃত জওয়ানের নাম লঘু রাজ শঙ্কর ৷" তাঁকে সঙ্গে সঙ্গে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি ৷ কিন্তু তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ৷
জানা গিয়েছে, এই জওয়ান 11 এপ্রিল ছুটি থেকে কাজে ফেরেন ৷ ভুল করে গুলি চালানোর ঘটনা হিসেবে উল্লেখ করেছে ভাতিন্ডার থানার আধিকারিক ৷ কিন্তু ভারতীয় সেনা এর পিছনে আত্মহত্যার চেষ্টার উড়িয়ে দিচ্ছে না ৷ তবে ভারতীয় সেনা জানিয়েছে, এর সঙ্গে গতকাল ভাতিন্ডার সেনাছাউনিতে গুলি চালনার ঘটনার কোনও যোগাযোগ নেই ৷