বেঙ্গালুরু, 13 মে: ইস্তফা দিলেন বাসবরাজ বোম্মাই ৷ শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় ৷ তারপরই রাতে রাজ্যপালে হাতে ইস্তফাপত্র তুলে দেন বিদায়ী মুখ্যমন্ত্রী ৷ কর্ণাটকে কংগ্রেস ঝড়ে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির ৷ 224 আসনের এই রাজ্যে কংগ্রেসের দখলে গিয়েছে 136টি আসন। বিজেপি পেয়েছে মাত্র 65টি ৷ এবার রাজ্যে 72.86 শতাংশ ভোট পড়েছে ৷ এর মধ্যে কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার 43 শতাংশ, যা কর্ণাটকের রাজনীতিতে নয়া ইতিহাস ৷ এর আগে বিধানসভা নির্বাচনগুলিতে কোনও দল এই বিপুল সংখ্যক ভোট পায়নি বলেই জানা গিয়েছে ৷
কর্ণাটকের শিগগাঁও বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন ৷ জয়ের ব্যবধানও প্রায় 35 হাজার। তবে দলের হারে বাসবরাজের জয় ম্লান হয়ে গিয়েছে ৷ বাসবরাজ বোম্মাই শিগগাঁও কেন্দ্রে 54.95 শতাংশ ভোট পেয়েছেন ৷ তাঁর কাছে পরাজিত হয়েছেন কংগ্রেস প্রার্থী পাঠান ইয়াসির আহমেদ খান ৷ শনিবার দুপুরেই তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দলের একেবারে তৃণমূল স্তরের কর্মী- সবাই প্রচুর পরিশ্রম করেছেন ৷ তাও কর্ণাটকে বিজেপির এই হার ৷ এর দায় তিনি নিজের কাঁধেই নিয়েছেন ৷ তবে তিনি মনে করেন, 2024 সালের লোকসভা নির্বাচনে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে গেরুয়া শিবির ৷