জয়পুর, 5 ফেব্রুয়ারি :আজ বসন্ত পঞ্চমী । সরস্বতীপুজো । এই তিথি ও উৎসব দেশজুড়ে পালিত হচ্ছে । শনিবার এই উপলক্ষ্যে রাজস্থানের জয়পুরে রাধা-গোবিন্দদেবের মন্দিরে বিশেষ পাটোৎসব উৎসব শুরু হয়েছে (Patotsav In GovindDev Ji Temple) । সকালে মঙ্গলারতির মধ্যে দিয়ে এর সূচনা হয় (Basant Panchami celebration in Jaipur Govind Devji Temple) । মুখ্যমন্ত্রী অশোক গেহলট সবাইকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়েছেন ।
ভোরে আরতির পর রাধা-গোবিন্দদেবের অভিষেক হয় । আজ দেবতাদের বাসন্তী রংয়ে রাঙানো হবে । বসন্ত পঞ্চমী তিথি থেকে আবির দিয়ে রাধারানি-গোবিন্দদেবে পুজো হয় । হোলি উৎসব পর্যন্ত এই প্রথা চলতে থাকবে । কিশোরী, মহিলারাও আজ হলুদ আর সাদা রঙের জামাকাপড় পরে একে অপরকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানান (Happy Basant Panchami 2022) ।
আরও পড়ুন : West Bengal Weather Update : সরস্বতী পুজোয় ঝলমলে আবহাওয়া দক্ষিণবঙ্গে, বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ