গোয়ালিয়র, 17 ফেব্রুয়ারি : উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জন্ম, কর্মক্ষেত্র মুম্বইতে ৷ এই দুই স্থানযোগ ছাড়াও ভারতের আরেক প্রান্তের সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল ডিস্কো কিং বাপ্পি লাহিড়ির (disko king Bappi Lahiri) ৷ মধ্যপ্রদেশের চম্বল ৷ যে জায়গার নাম শুনলে প্রথমেই মাথায় আসে ডাকাতদের কথা, সেই চম্বলের সঙ্গে বিশেষ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সকলের প্রিয় বাপ্পি'দা ৷
প্রখ্যাত এই সুরকার, সঙ্গীত শিল্পী তাঁর মেয়ে রিমা লাহিড়ির বিয়ে দিয়েছিলেন মধ্যপ্রদেশের মোরেনা জেলার চম্বলের জৌরা শহরে ৷ বাপ্পি লাহিড়ি এমন সময় চন্বলে রিমার বিয়ে দিয়েছিলেন যখন সেখানে ডাকাতদের আতঙ্ক চরমে ছিল ৷ খুব ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছিলেন ভারতে ডিস্কো গানের এই রাজা ৷ পাত্রের নাম গোবিন্দ বনশল ৷ মেয়ের বিয়ে উপলক্ষ্যে গোয়ালিয়রে এক সপ্তাহ কাটিয়েছিলেন ৷ সেই সময় এই শহরের অনেকের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর ৷
আরও পড়ুন : পঞ্চভূতে বিলীন ডিস্কো রাজা, বর্ণময় যুগের শেষে 'আলবিদা বাপ্পিদা'