নয়াদিল্লি, 16 ডিসেম্বর : আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ব্যাঙ্ক ধর্মঘট (psu bank employees go on two day strike from today) ৷ ফলে পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে ৷ ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছে কর্মী সংগঠনগুলি ৷
9টি ব্যাঙ্ক কর্মী সংগঠনকে নিয়ে তৈরি ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক এই ধর্মঘটের ডাক দিয়েছে ৷ এর ফলে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা ব্যাহত ৷ ব্যাঙ্কগুলির তরফে পরিষেবা ব্যাহত হওয়ার বার্তা দেওয়া হয়েছে গ্রাহকদের ৷ তবে এটিএম পরিষেবায় এখনও কোনও প্রভাব পড়েনি বলে খবর ৷
যদিও ধর্মঘটের প্রভাব শুধু পড়েছে রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কগুলিতে ৷ বেসরকারি ব্যাঙ্কগুলিতে কাজ কর্ম অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে ৷ ধর্মঘটীদের দাবি, প্রায় 7 লক্ষ কর্মী এই দুই দিনের ধর্মঘটে সামিল হয়েছে ৷ কারণ, রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কগুলি দেশকে সমৃদ্ধ করতে সাহায্য করেছে ৷
আরও পড়ুন :Tata Motors ties up with Bandhan Bank : উৎসবের মরশুমে টাটা মোটর্সের গাড়ি কিনলে ঋণ দেবে বন্ধন ব্যাঙ্ক
প্রসঙ্গত, চলতি অর্থবর্ষের বাজেটে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারি হাতে দেওয়ার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই নিয়ে আইন তৈরি করতে চলেছে কেন্দ্র ৷ এই শীতকালীন অধিবেশনেই ওই সংক্রান্ত বিল পেশ করতে পারে কেন্দ্র ৷ সেই কারণেই এই ধর্মঘটের ঘোষণা ৷