ইন্দোর, 18 অগস্ট: কুকুরদের হাঁটানো নিয়ে বচসা ৷ আর তার জেরে গুলি করে 2 ব্যক্তিকে হত্যার অভিযোগ । ঘটনায় আরও 8 জন আহত । অভিযোগ উঠল একটি ব্যাংকের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের খাজরানা থানা এলাকায় ৷ অভিযুক্ত নিরাপত্তারক্ষী রাজপাল যাদবকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাঁর রাইফেলটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই ঘটনায় মৃত দুই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, গতকাল স্থানীয় এক ব্যক্তি তাঁর কুকুরকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ৷ সেই নিয়ে রাস্তায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিরাপত্তারক্ষী রাজপাল যাদবের সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয় ৷ জানা গিয়েছে, মূলত রাজ্যপাল যাদব তাঁর বাড়ির সামনে কুকুরকে ঘরানো নিয়ে আপত্তি জানান ৷ সেই নিয়েই কথাকাটা শুরু হয় ৷ কিন্তু, এই তর্কাতর্কির মাঝে রাজপাল যাদব বাড়ির ভিতরে যান এবং তাঁর 12 বোরের লোডেড রাইফেল বের করে আনেন ৷ অভিযোগ আগে-পিছু না দেখে, না ভেবে গুলি চালাতে শুরু করেন রাজপাল যাদব ৷