পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Prophet Remarks Row: 'পয়গম্বর জীবিত থাকলে ধর্মান্ধদের তাণ্ডবে হতবাক হয়ে যেতেন', টুইটে তোপ তসলিমার - তসলিমা নাসরিন টুইট

ভারতের পয়গম্বর বিতর্কে (Prophet Remarks Row) প্রতিবাদীদের বিরুদ্ধে মুখ খুললেন তসলিমা নাসরিন (Taslima Nasreen)৷ বাংলাদেশের নির্বাসিত লেখিকার বক্তব্য, "আজ যদি পয়গম্বর মহম্মদ জীবিত থাকতেন, তাহলে সারা বিশ্বে ধর্মান্ধ মুসলিমদের পাগলামি দেখে তিনি নিজেও হতভম্ব হয়ে যেতেন ৷"

bangladeshi writer Taslima Nasreen comments on Prophet Remarks Row in india
Prophet Remarks Row: "পয়গম্বর জীবিত থাকলে ধর্মান্ধদের তাণ্ডবে হতবাক হয়ে যেতেন", টুইটে তোপ তসলিমার

By

Published : Jun 11, 2022, 6:19 PM IST

কলকাতা, 11 জুন: পয়গম্বর বিতর্কে (Prophet Remarks Row) এবার মুখ খুললেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen)৷ শনিবার এই প্রসঙ্গে একটি টুইট করেন তিনি ৷ লেখেন, "আজ যদি পয়গম্বর মহম্মদ জীবিত থাকতেন, তাহলে সারা বিশ্বে ধর্মান্ধ মুসলিমদের পাগলামি দেখে তিনিও হতভম্ব হয়ে যেতেন ৷" এর আগে শুক্রবার রাতেও একটি টুইট করেছেন তসলিমা ৷ সেই টুইটে তিনি লিখেছেন, "বুধবার করাচির কোরাঙ্গি এলাকায় শ্রী মারি মাতার মন্দিরের বিগ্রহ ভাঙচুর করা হয়েছে ৷ শুধুমাত্র পাকিস্তানে নয়, বাংলাদেশেও অসহিষ্ণুতা বাড়ছে ৷ মুসলিমদের অমুসলিমদের সঙ্গে মিলেমিশে থাকা শিখতে হবে এবং তাঁদের মানুষ হিসাবে সম্মান দিতে হবে ৷"

প্রসঙ্গত, বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) পয়গম্বর সংক্রান্ত মন্তব্যের পর থেকেই ভারতের নানা প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়েছে ৷ বেশ কয়েকটি ক্ষেত্রে সেই প্রতিবাদ ঘিরে ছড়িয়েছে অশান্তি ৷ পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয় ৷ এমন একটা প্রেক্ষাপটে তসলিমার এই দু'টি টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

উল্লেখ্য, ইসলাম ধর্মবলম্বীদের মধ্য়ে যাঁরা চরমপন্থার পক্ষপাতী, তাঁদের বিরুদ্ধে বরাবরই সরব থেকেছেন তসলিমা ৷ এমনকী, বহুবার তাঁর বিরুদ্ধে ইসলামবিরোধী মন্তব্য করারও অভিযোগ উঠেছে ৷ ইসলামের সমালোচনার জন্যই তাঁকে বাংলাদেশ ছাড়তে হয়েছে ৷ এমনকী, পশ্চিমবঙ্গেও তাঁর পাকাপাকি ঠাঁই হয়নি ৷ তবুও, তসলিমা তাঁর অবস্থানে অনড় থেকেছেন ৷

আরও পড়ুন:Prophet Remarks Row: হাওড়ায় অশান্তির জন্য মুখ্যমন্ত্রীই দায়ী! তোপ বিজেপি নেত্রীর

শুক্রবার রাতে তসলিমা যে টুইটটি করেন, তার সঙ্গে গত বছরের অক্টোবর মাসের এক প্রতিবেদন জুড়ে দিয়েছেন তিনি ৷ ভারতের ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত সেই খবর তসলিমাকে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দু ও বৌদ্ধরা কার্যত 'তৃতীয় শ্রেণির নাগরিকে' পরিণত হয়েছেন ৷ লেখিকার অভিযোগ, বাংলাদেশে হিন্দুবিরোধী হিংসা ক্রমশ বাড়ছে ৷ এমনকী, বাংলাদেশকে 'জিহাদিস্তান' বলেও কটাক্ষ করেন তিনি ৷ তসলিমার দাবি, শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের আমলে বাংলাদেশের মাদ্রাসাগুলি কার্যত কট্টরপন্থীদের আঁতুরঘরে পরিণত হয়েছে ৷

ভারতে পয়গম্বর বিতর্কের মধ্যেই বাংলাদেশেও নূপুরের মন্তব্যের বিরোধিতায় প্রতিবাদ, প্রদর্শন চলছে ৷ শুক্রবার ঢাকার রাজপথে বহু মানুষ প্রতিবাদ মিছিলে সামিল হন ৷ সেই মিছিল থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও স্লোগান ওঠে ৷ এর পাশাপাশি, ভারতীয় পণ্য বয়কট এবং আগামী 16 জুন ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাওয়েরও ডাক দেওয়া হয়েছে ৷ তসলিমার বার্তা, বহু ক্ষেত্রেই আসল ঘটনা না জেনে অধিকাংশ মানুষ এই ধরনের কর্মসূচিতে সামিল হন ৷ এই ধরনের প্রতিবাদ ও হিংসার তীব্র বিরোধিতা করেছেন লেখিকা ৷

ABOUT THE AUTHOR

...view details