পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bangladeshi trafficker dies : বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী - Bangladeshi trafficker dies

নেশার দ্রব্য পাচার করতে এসে নওদা সীমান্তে বিএসএফের সঙ্গে সংঘর্ষ ৷ মৃত্যু হল এক বাংলাদেশি পাচারকারীর (Bangladeshi trafficker dies)। হামলায় আহত হয়েছেন এক জওয়ানও ।

bangladeshi_trafficker
পাচারের সময় বিএসএফের উপর হামলা

By

Published : Dec 22, 2021, 2:21 PM IST

মালদা, 22 ডিসেম্বর :রাতের অন্ধকারে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানদের উপর হামলা চালাল বাংলাদেশি চোরাকারবারিরা । হামলায় আহত হয়েছেন এক জওয়ান (Bangladeshi trafficker dies in BSF Encounter)। পালটা গুলিতে মৃত্যু হয়েছে এক বাংলাদেশি পাচারকারীর । মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার নওদা সীমান্ত এলাকায় । আহত জওয়ান বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ।

বিএসএফের তরফে জানানো হয়েছে, গতকাল রাত পৌনে দুটো নাগাদ নওদা সীমান্তে প্রহরারত 70 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা কাঁটাতারের ওপারে 15-20 জন সন্দেহভাজন ব্যক্তিকে অস্ত্রশস্ত্র হাতে সীমান্তের দিকে এগিয়ে আসতে দেখেন । ঠিক তখনই ভারতীয় কিছু চোরাকারবারিও কাঁটাতারের দিকে যাচ্ছিল । জওয়ানরা দু’দেশের পাচারকারীদেরই সতর্ক করেন । স্টান গ্রেনেড ব্যবহার করে চোরাকারবারীদের সরিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় । কিন্তু তাতে সরে যাওয়া তো দূরের কথা, উল্টে জওয়ানদের উপরেই হামলা শুরু করেন বাংলাদেশি পাচারকারীরা । শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হন জওয়ানরা। গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি দুষ্কৃতী কাঁটাতারের কাছেই লুটিয়ে পড়ে এবং তাঁকে ফেলে রেখেই সঙ্গীরা সেখান থেকে পালিয়ে যায় ।

কর্তব্যরত জওয়ানরা আহত বাংলাদেশির প্রাথমিক চিকিৎসা করার পর সঙ্গে সঙ্গে তাঁকে মালদা মেডিক্যালে নিয়ে আসেন । কিন্তু ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । মৃতের নাম ইব্রাহিম শেখ, বয়স 24 বছর । পুলিশ সূত্রে খবর, তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার ধুলিপাড়া গ্রামে । মৃত্যুর আগে জেরায় তিনি জানান, চাঁপাই নবাবগঞ্জ এলাকার এক কুখ্যাত চোরাকারবারি কালু শেখের নির্দেশে ভারতীয় পাচারকারীদের কাছ থেকে নেশার কাফ সিরাপ সংগ্রহ করতে সীমান্তে এসেছিলেন তিনি । 100 বোতল কাফ সিরাপ নিয়ে যেতে পারলে তাঁকে দু’হাজার বাংলাদেশি টাকা দেবে বলে জানিয়েছিল কালু ।

আরও পড়ুন :হাতে জাল এগজিট পারমিট, ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার দুই মার্কিন নাগরিক

ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, দুটি হাঁসুয়া সহ 197 বোতল নেশার কাফ সিরাপ উদ্ধার করেছেন বিএসএফ জওয়ানরা । ঘটনার প্রেক্ষিতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর তরফে বর্ডার গার্ড অফ বাংলাদেশকে একটি প্রতিবাদপত্রও পাঠানো হয়েছে । বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফে সেই প্রতিবাদপত্রে জানানো হয়েছে, মৃত ইব্রাহিমের বাড়ি সীমান্ত থেকে অন্তত ছয় কিলোমিটার ভিতরে । তাহলে বিজিবির নজর এড়িয়ে সে কীভাবে সীমান্তের 1200 মিটার ভিতরে ঢুকে এল? সীমান্তে চোরাকারবার রুখতে বিজিবিকে আরও সতর্ক থাকার আবেদন জানিয়েছে বিএসএফ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details