মেখলিগঞ্জ, 8 মার্চ: সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল বাংলাদেশের 4 নাগরিক ৷ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের অধীনে 6 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তল্লাশি অভিযান চালায় ৷ ভারত-বাংলাদেশ সীমান্তে রাজ্যের কোচবিহারের মেখলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্ত থেকে 4 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় ৷ এদের মধ্যে আছে বাংলাদেশের দৌলতপুরের মহম্মদ রুলাস আহমেদ, সুনামগঞ্জের মহম্মদ আনোয়ার খান, কুষ্টিয়ায় মহম্মদ মেহেদি হাসান মুন্না এবং মহম্মদ সেলিম (4 Bangladeshi detained while crossing Mekliganj Cooch behar border in West Bengal) ৷
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এই বাংলাদেশি নাগরিকেরা ভারতে অনুপ্রবেশ করেছিল ৷ এবার ভারত থেকে পশ্চিমবঙ্গের কোচবিহারে ভারত-বাংলাদেশে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে ৷ সেখান থেকে তাদের পাকড়াও করা হয় ৷ শুক্রবার, ওই চারজন বাংলাদেশিকে মেখলিগঞ্জের কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় বর্ডার সিকিওরিটি ফোর্স ৷ কুচলিবাড়ি থানার পুলিশ চারজন বাংলাদেশিকে গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছে ৷ তাদের জেরা করে জানা গিয়েছে, ওই চার জন বাংলাদেশি টাকা রোজগারের উদ্দেশ্যে ভারত হয়ে অবৈধভাবে নেপালে গিয়েছিল ৷ ফেরার সময় ভারত থেকে বাংলাদেশে ঢোকার পথে সীমান্ত অতিক্রম করতে গিয়ে বিএসএফ জওয়ানরা তাদের হাতেনাতে ধরে ৷