বালাসোর, 4 জুন:ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিন ট্রেনের সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে 275 জনের ৷ আহতের সংখ্যা প্রায় হাজার ৷ আহতদের মধ্যে রয়েছেন বাংলার বহু যাত্রী ৷ তবে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার অভিঘাত শুধুমাত্র এই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এরসঙ্গে জুড়ে গিয়েছে প্রতিবেশী বাংলাদেশের নামও ৷ এই বাংলার মতো ওপার বাংলারও বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন ৷ রবিবার তাঁদের দেখতে বালাসোরে যান বাংলাদেশের এক বরিষ্ঠ কূটনীতিবিদ ৷
সংবাদসংস্থাকে শেখ মারেফৎ আলি ইসলাম নাবে বাংলাদেশের ওই প্রতিনিধি জানিয়েছেন, ওড়িশার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আহত বাংলাদেশী নাগরিকরা ৷ তবে সেদেশের কারও মৃত্যু হয়নি এই দুর্ঘটনায় ৷ ইতিমধ্যেই ভদ্রক হাসপাতালে চিকিৎসাধীন এক বাংলাদেশী নাগরিককে ছেড়ে দেওয়া হয়েছে ৷ একজনের চোট গুরুতর থাকায় তাঁকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে ৷ এদিন ওই বাংলাদেশি কূটনীতিবিদ যান সোরো হাসপাতালে ৷ শনিবার তিনি বালাসোর হাসপাতালে গিয়েছিলেন বলে জানিয়েছেন ৷