পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এবার ভারতের পাশে বাংলাদেশ, করোনা মোকাবিলায় ওষুধ পাঠাচ্ছে হাসিনার সরকার - remdisivir

ভারতের পাশে এবার প্রতিবেশী বাংলাদেশ ৷ সংক্রমণ রুখতে আগামী সপ্তাহে রেমডিসিভির সহ একগুচ্ছ ওষুধ ভারতে পাঠাতে চলেছে বাংলাদেশ ৷

করোনা সংক্রমণ রুখতে সাহায্যের হাত
করোনা সংক্রমণ রুখতে সাহায্যের হাত

By

Published : Apr 30, 2021, 8:45 AM IST

Updated : Apr 30, 2021, 10:49 AM IST

ঢাকা , 30 এপ্রিল : আমেরিকা , ফ্রান্স , রাশিয়া ও কানাডার পর করোনা পরিস্থিতিতে এবার ভারতের পাশে বাংলাদেশ ৷ আগামী সপ্তাহে রেমডেসিভির সহ চিকিৎসা সরঞ্জাম ভারতে পাঠাতে চলেছে বাংলাদেশ ৷ এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশসচিব মাসুদ বিন মোমেন ৷

বৃহস্পতিবার এই বিষয়ে বাংলাদেশ বিদেশ সচিব মাসুদ বিন মোমেন বলেন, " ভারত আমাদের থেকে রেমডেসিভির চেয়েছিল ৷ আমরা এটি ভারতে পাঠানোর ব্যবস্থা নিয়েছি ৷ "

দেশে দিন দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ দৈনিক সংক্রমণ প্রায় 3 লাখ 80 হাজারের কাছাকাছি ৷ তার উপর বিভিন্ন রাজ্যে অক্সিজেন, বেড ও ওষুধের অভাব তৈরি হয়েছে ৷ রেমডেসিভির চাহিদা ভারতে বৃদ্ধি পেয়েছে ৷ এই পরিস্থিতিতে রেমডেসিভির চাহিদা বেড়েছে ৷ গত সপ্তাহে, ভারত সরকার রেমডেসিভির শিশি এবং কাঁচামালগুলির জন্য আমদানি শুল্ক মকুব করে ৷

সূত্রের খবর , এই অবস্থায় ভারতে দশ হাজার অ্যান্টিভাইরাল ইনজেকশন সহ 30 হাজার পিপিই কিট, কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ ৷

উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে 25 এপ্রিল থেকে 14 দিনের জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার ৷

আরও পড়ুন :দাম কমল কোভ্য়াকসিনের, 600 টাকার বদলে 400 টাকায় টিকা পাবে রাজ্য

Last Updated : Apr 30, 2021, 10:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details