পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দ্বিতীয় দফায় ভারতে করোনা-ত্রাণ পাঠাল বাংলাদেশ - ভারত-বাংলাদেশ

ভারতে দ্বিতীয় দফায় করোনা-ত্রাণ পাঠাল বাংলাদেশ ৷ মঙ্গলবার এই কনসাইনমেন্টটি পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে পৌঁছয় ৷ সূত্রের খবর, প্রচুর পরিমাণে অ্য়ান্টিবায়োটিক, প্য়ারাসিটামল, ইনজেকশনের ভায়াল এবং হ্য়ান্ড স্য়ানিটাইজার-সহ নানা জিনিসপত্র এই কনসাইনমেন্টে রয়েছে ৷

Bangladesh sends second consignment of Corona relief to India
দ্বিতীয় দফায় ভারতে করোনা-ত্রাণ পাঠাল বাংলাদেশ

By

Published : May 19, 2021, 1:55 PM IST

Updated : May 19, 2021, 4:26 PM IST

কলকাতা, 19 মে :করোনা যুদ্ধে ফের একবার প্রতিবেশীর পাশে দাঁড়াল বাংলাদেশ ৷ কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য ব্য়বহৃত ওষুধ-সহ সংক্রমণ প্রতিরোধী নানা ধরনের সামগ্রী পাঠাল তারা ৷ এই নিয়ে দ্বিতীয়বার ভারতে করোনা-ত্রাণ পাঠাল শেখ হাসিনার সরকার ৷ এর আগে গত 6 মে-ও বাংলাদেশের তরফে চিকিৎসা সংক্রান্ত ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল ভারতে ৷

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরই বিভিন্ন দেশের কাছ থেকে সাহায্য় নেওয়া শুরু করে নয়াদিল্লি ৷ পাশে দাঁড়ায় পড়শি বাংলাদেশও ৷ এর আগেও একবার করোনা মোকাবিলার নানা সামগ্রী এদেশে পাঠিয়েছিল তারা ৷ মঙ্গলবার দ্বিতীয় দফায় আরও একবার করোনার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পণ্য পাঠায় বাংলাদেশ ৷

সূত্রের খবর, সম্প্রতি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন ৷ তাঁর আর্জি ছিল, ভারত যেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়ায়, যাতে তারা বাংলাদেশে করোনার টিকা পাঠায় ৷ এরপরই ভারতে আরও এক দফায় করোনার চিকিৎসা সামগ্রী পাঠায় বাংলাদেশ ৷

আরও খবর :মৃত্যুতে ফের রেকর্ড, তবে কমছে সংক্রমণ

বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান এই সব চিকিৎসা সামগ্রী ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির এক প্রতিনিধির হাতে তুলে দেন ৷ পেট্রোপোল সীমান্তে 2 হাজার 672 বাক্স ওষুধ-সহ অন্যান্য় সংক্রমণ প্রতিরোধকারী সামগ্রীর হস্তান্তর হয় ৷ সূত্রের খবর, প্রচুর পরিমাণে অ্য়ান্টিবায়োটিক, প্য়ারাসিটামল, ইনজেকশনের ভায়াল এবং হ্য়ান্ড স্য়ানিটাইজার-সহ নানা জিনিসপত্র এই কনসাইনমেন্টে রয়েছে ৷ চারটি মালবাহী গাড়িতে এগুলি বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত পর্যন্ত পৌঁছয় ৷

Last Updated : May 19, 2021, 4:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details