নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর : ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina) ৷ আগামী 5 সেপ্টেম্বর তিনি ভারত সফরে আসছেন বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷ চলতি মাসের 8 তারিখ পর্যন্ত তিনি এই দেশে থাকবেন ৷
বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) থেকে জানানো হয়েছে, এবারের সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ সেখানে দ্বিপাক্ষিক একাধিক চুক্তি সাক্ষরিত হতে পারে বলে খবর ৷
এছাড়াও শেখ হাসিনা দেখা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ও উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের (Vice President Jagdeep Dhankhar) সঙ্গে ৷ তবে তাঁর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সাক্ষাৎ হবে কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷