নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: প্রায় 3 বছর পর 4 দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina) ৷ মঙ্গলবার তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির (Former Congress president Rahul Gandhi) সঙ্গে দিল্লিতে সৌজন্য সাক্ষাৎ করলেন ৷ বৈঠকের পর রাহুল বলেন, "ভারত এবং বাংলাদেশ অনেক পুরনেো বন্ধু ৷ এই দু'দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করাটা গুরুত্বপূর্ণ ।"
উল্লেখ্য, সোমবার ভারতে এসেছেন শেখ হাসিনা ৷ সেদিন সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে উষ্ণ অভর্থ্যনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi receives Bangladesh PM Sheikh Hasina) ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাইসিনা হিলসে গার্ড অফ অনার দেওয়া হয় । সোমবার প্রথম দিনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ হাসিনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও সাক্ষাৎ করেন ৷ মঙ্গলবার হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন (Bilateral meeting with Prime Minister Narendra Modi) শেখ হাসিনা ৷