ঢাকা, 27 মার্চ: বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মুসোলিয়াম কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নমো ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৷
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ ও মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দু'দিনের সফরে বাংলাদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শেখ মুজিবর রহমানকে মরণোত্তর গান্ধি-শান্তি সম্মানে ভূষিত করেন তিনি ৷ বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার হাতে তুলে দেন গান্ধি শান্তি সম্মান ৷ শুক্রবার থেকেই নানা অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন ৷ শনিবার সকালে তিনি পুজো দেন সাতক্ষীরা জেলার ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরে ৷ হাতে তৈরি একটি রুপোর উপর সোনার জল করা মুকুট বিগ্রহের মাথায় পরিয়ে দেন প্রধানমন্ত্রী ৷ তিন সপ্তাহ ধরে সেই মুকুট তৈরি করেছেন এক শিল্পী ৷