নয়াদিল্লি, 25 মে : জাতি-ভিত্তিক জনগণনার দাবিতে ভারত বনধ ডেকেছে পিছিয়ে থাকা এবং সংখ্যালঘু সম্প্রদায় বিএএমসিইএফ ৷ অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড অ্যান্ড মাইনরিটি কমিউনিটিস এমপ্লয়িজ ফেডারেশন বা বিএএমসিইএফ (All India Backward and minority communities Employees Federation, BAMCEF) কেন্দ্রের জাতি-ভিত্তিক জনগণনা না-করার প্রতিবাদে এই বনধের ডাক দিয়েছে ৷ এই জাতি-ভিত্তিক গণনায় পিছিয়ে পড়া শ্রেণি ওবিসি গোষ্ঠীর সুবিধে হবে ৷ এই সংগঠন প্রাইভেট সেক্টরে চাকরির ক্ষেত্রেও তপশিলি জাতি, উপজাতি, ওবিসি-দের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছে (BAMCEF calls Bharat Bandh demanding caste based census) ৷
এছাড়া ভোটের সময় ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (Electronic Voting Machine) ব্যবহার, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর-এর বিরোধিতা করেছে ৷
ওড়িশা এবং মধ্যপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে ওবিসিদের সংরক্ষিত আলাদা নির্বাচক, বার্ধক্য ভাতা প্রকল্প চালু, শ্রমিকের অধিকার রক্ষা এবং আদিবাসী মানুষদের স্থানান্তরকরণ বন্ধ করা এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য ৷ চাষিদের জন্য এমএসপি-র নিশ্চয়তাও বাদ যায়নি এই সংগঠনের দাবির তালিকা থেকে ৷