হরিয়ানা, 14 ডিসেম্বর:ডোপ পরীক্ষায় মেয়াদ ফুরিয়ে যাওয়া কিট ব্যবহার করা হয়েছে ৷ এই অভিযোগ তুললেন কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া ৷ সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ এর আগে রেসলার ফেডারেশন অফ ইন্ডিয়া বা ডব্লিউএফআই-এর প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনে অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি ৷ এবার ডোপ পরীক্ষায় এনএডিএ-র ভূমিকা নিয়ে সরব হলেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর ৷
তিনি জানান, ডোপ পরীক্ষার জন্য যাঁরা তাঁর কাছে এসেছিলেন, তাঁরা সময় উত্তীর্ণ কিট ব্যবহার করেছেন ৷ পুনিয়া সোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োয় পুরো অভিযোগটি বিস্তারিত তুলে ধরেন ৷ তিনি আরও লেখেন, "এই ভিডিয়োটি আমাদের সবার দেখা দরকার ৷ এটি বিচারের দিক দিয়ে গুরুত্বপূর্ণ ৷" তাঁর অভিযোগ, "যদি প্রক্রিয়াটিই ঠিকভাবে না করা হয়, তাহলে সিস্টেমের উপর ভরসা করব কী করে ? পুরো প্রক্রিয়াটিতে যে কোনও রকম ভুল হয়নি, এটা কি কেউ নিশ্চিত করতে পারে ?"
জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থার ওই ডোপ টেস্ট নিয়ে তিনি জুনিয়র অ্যাথলিটদের সতর্ক করে লেখেন, "এটা যে কোনও কারও সঙ্গে হতে পারে ৷ বিশেষত জুনিয়র অ্যাথলিটদের সঙ্গে ৷ আপনারা, ডোপিং সংক্রান্ত নিজেদের অধিকারগুলো জেনে নিন ৷ অ্যাথলিটদের কাছে আমার আবেদন, আপনারা এই সময় সজাগ ও অত্যন্ত সাবধান থাকবেন ৷"