ভোপাল, 24 অক্টোবর : ববি দেওলের (Bobby Deol) আশ্রম-3 সিরিজের (Ashram 3)-এর শুটিং চলাকালীন সেটে তাণ্ডব চালাল বজরং দল (Bajrang Dal)৷ শুধু সেটে তাণ্ডবই নয়, পরিচালক প্রকাশ ঝায়ের (Prakash Jha) উপরও কালিও ছেটায় তারা ৷ শুটিং ইউনিটের বেশ কয়েকজন সদস্য জখম হয়েছেন ৷ পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি ৷ বজরং দলের পক্ষে সিরিজের নাম বদলের দাবি জানানো হয়েছে ৷ বলা হয়েছে, 'আশ্রম' নাম বদলে অন্য কিছু রাখতে হবে ৷ আশ্রম নামের মাধ্যমে সনাতন ধর্মের অপমান করা হচ্ছে ৷
রবিবার ভোপালের পুরানো সংশোধনাগারে আশ্রম 3-এর ইউনিট শুটিংয়ে ব্যস্ত ছিল ৷ হঠাৎই সেখানে উপস্থিত হয় বজরং দলের সদস্যরা ৷ অভিযোগ, শুটিং ইউনিটের দিকে পাথর ছোড়ে তারা ৷ শুটিং ইউনিটের বেশ কয়েকজন সদস্য জখম হয়েছেন ৷ শুধু তাই নয়, সেটেও ভাঙচুর চালায় বজরং দলের সদস্যরা৷
ভোপালের ডিআইজি ইরশাদ ওয়ালি জানান, দুষ্কৃতীদের ঘটনাস্থল থেকে বের করে দেওয়া হয় ৷ শুটিং ইউনিটের কেউ গুরুতর জখম হননি ৷ তবে তাদের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷