ভুবনেশ্বর, 10 অক্টোবর: বালাসোরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের মধ্যে যাদের দেহ এখনও শনাক্ত করা যায়নি, এ বার তাদের সৎকারের ব্যবস্থা করল প্রশাসন ৷ আজ প্রাথমিক পর্যায়ে তিনটি দেহ শেষকৃত্যের জন্য তুলে দেওয়া হয়েছে ভুবনেশ্বর পৌরনিগমের কাছে ৷
বালাসোরে বাহানাগা ট্রেন দুর্ঘটনার পাঁচ মাস কেটে গেল । এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় 300 জন যাত্রী প্রাণ হারান । মৃতের আত্মীয়-স্বজনেরা ওড়িশায় গিয়ে দেহ সংগ্রহ করেছেন ৷ তবে 28টি মৃতদেহ এখনও এইমস হাসপাতালের মর্গে । এ বার সেই দেহগুলি সৎকারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল প্রশাসন ৷ বাহানাগা ট্রেন দুর্ঘটনায় সব অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তির দেহ ভুবনেশ্বর পৌরনিগমের হাতে তুলে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ প্রথম ধাপে আজ অন্ত্যেষ্টির জন্য 3টি মৃতদেহ বিএমসি-কে হস্তান্তর করে এইমস । আজ সেই দেহগুলি সৎকার করা হবে বলে জানিয়েছেন এইমসের এক্সিকিউটিভ অফিসার অধ্যাপক আশুতোষ বিশ্বাস ।
2023 সালের 2 জুন বালাসোর জেলার বাহানাগায় ঘটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা । একসঙ্গে তিনটি ট্রেনের সংঘর্ষ হয় ৷ এই ট্রেন দুর্ঘটনায় এক হাজারেরও বেশি যাত্রী গুরুতর আহত হন ৷ আবার অনেকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । তবে ট্রেন দুর্ঘটনার পর নিহতদের পরিবারের পক্ষ থেকে দেহ শনাক্ত করা হলে, পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া হয় ৷ পরে শনাক্তকরণে বিলম্বের কারণে 162টি মৃতদেহ সংরক্ষণের জন্য বিভিন্ন পর্যায়ে ভুবনেশ্বর এইমস-এ আনা হয় ।