বদ্রীনাথ, 8 মে : খুলল বদ্রীনাথের দরজা ৷ চারধাম তীর্থক্ষেত্রের অন্যতম উত্তরাখণ্ডের বদ্রীনাথ ৷ আজ ভোর 6.15 মিনিট নাগাদ বৈদিক মন্ত্রোচ্চারণ এবং প্রচলিত রীতি মেনে মন্দিরের কপাট উন্মুক্ত করে দেওয়া হয় ভক্তদের জন্য ৷ এর আগে অক্ষয় তৃতীয়ার দিন 3 মে, গঙ্গোত্রী ও যমুনোত্রীর এবং 6 মে কেদারনাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ৷ বাকি ছিল বদ্রীনাথ (Badrinath Temple in Uttarakhand opens for devotees on 8 May) ৷
গাড়ওয়ালের পার্বত্য অঞ্চলে চামোলি জেলায় অলকানন্দা নদীর ধারে অবস্থিত এই মন্দির ৷ এখানে বিষ্ণু দেবতার পুজো করা হয় ৷ দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও হাজার হাজার ভক্ত এসে অপেক্ষা করছিলেন, কখন মন্দিরের দরজা খোলা হবে ৷ মন্দিরের প্রধান পুরোহিত ঈশ্বরী প্রসাদ নাম্বুদিরি আচার অনুষ্ঠান পালন করেন এবং দেবতার উদ্দেশ্যে বেদ পাঠ করেন ৷ পুরো মন্দির ফুল দিয়ে সাজানো হয়েছে ৷