বদায়ুঁ, 14 ডিসেম্বর: এক মহিলার গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের বদায়ুঁতে ৷ ওই মহিলাকে বাঁচাতে গিয়ে তাঁর মেয়েও অগ্নিদগ্ধ হয়েছেন ৷ দু’জনেই আপাতত বদায়ুঁ জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে দিন দুয়েক আগে ৷ মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে নামে স্থানীয় কোতোয়ালি থানার পুলিশ ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় পঞ্চায়েতের সচিব রাজীব সাগর আত্মহত্যা করেছেন ৷
পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় আসেন ধীরেন্দ্র সাহু নামে এক ব্যক্তি ৷ তিনি স্থানীয় শাহবাজপুরে থাকেন ৷ তিনি দাবি করেন যে আচমকা তাঁর বাড়িতে হাজির হন স্থানীয় পঞ্চায়েতের সচিব রাজীব সাগর ৷ দাহ্য পদার্থ তাঁর স্ত্রীর শরীরে ঢেলে দেন ৷ তার পর আগুন ধরিয়ে দেন ৷ সেই সময় তাঁর মেয়ে বাড়িতে ছিল ৷ মেয়ে যায় মাকে বাঁচাতে ৷ মেয়েও অগ্নিদগ্ধ হয় ৷
এর পর ঘটনাস্থল ছেড়ে চলে যান রাজীব ৷ ধীরেন্দ্র স্ত্রী ও মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন ৷ বাড়ির কিছুটা অংশে লেগে যাওয়া আগুন নেভান ৷ এর পর স্থানীয়দের সহায়তায় স্ত্রী ও মেয়েকে তিনি হাসপাতালে ভরতি করেন ৷ তার পর পুলিশের কাছে যান ৷ ধীরেন্দ্রর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ ৷ শুরু হয় তদন্ত ৷