পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"ভারতীয় সংস্কৃতিতে খারাপ মহিলারাই ছেঁড়া জিনস পরে", বিজেপির মন্ত্রীর গলায় রাওয়াতের সুর - ঊষা ঠাকুর

ছেঁড়া জিনস পরা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের সুরেই গলা মেলালেন মধ্যপ্রদেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী ঊষা ঠাকুর ৷ তাঁর মতে, ছেঁড়া জিনস পরেন খারাপ মহিলারাই ৷

Bad women in Indian culture: MP minister Usha Thakur backs Uttarakhand CM Tirath Singh Rawat's 'ripped jeans' remark
"ভারতীয় সংস্কৃতিতে খারাপ মহিলারাই ছেঁড়া জিনস পরে", বিজেপির মন্ত্রীর গলায় রাওয়াতের সুর

By

Published : Mar 23, 2021, 10:04 AM IST

ভোপাল, 23 মার্চ:মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে বিতর্কের রেশ অব্যাহত ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের ছেঁড়া জিনস নিয়ে মন্তব্যে তোলপাড় হয়েছে দেশে ৷ সোশ্যাল মিডিয়ায় ছেঁড়া জিনস পরে ছবি পোস্ট করে প্রতিবাদে সরব হয়েছেন মহিলারা ৷ এ বার সেই বিতর্ককে আরও উসকে দিলেন মধ্যপ্রদেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী ঊষা ঠাকুর ৷ রাওয়াতের সুরে সুর মিলিয়ে তিনি বলেছেন, ভারতীয় সংস্কৃতিতে খারাপ মহিলারাই ছেঁড়া জিনস পরেন ৷

ভোপালে মন্ত্রী বলেছেন, "ছেঁড়া জিনস বা জামাকাপড় পরাটা ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে ৷ ভারতীয় ঐতিহ্য অনুযায়ী খারাপ মহিলারাই ছেঁড়া জিনস পরেন ৷"

এতেই থেমে না-থেকে ঊষা ঠাকুরের আরও দাবি, "আপনি নিশ্চয়ই দেখেছেন যে, আমাদের ঠাকুমা যদি আমাদের ছেঁড়া পোশাক পরতে দেখতেন, তাহলে তিনি আমাদের তা বাতিল করে দিতে বলতেন ৷ ভারতীয় সংস্কৃতিতে ছেঁড়া জামা পরা মহিলাদের খারাপ মহিলা হিসেবে ধরা হয় ৷ সংস্কৃতিবান যে পরিবারগুলি ঐতিহ্যবাহী জীবনযাত্রা পালন করে, তারা এ ধরনের পোশাক পছন্দ করে না ৷"

আরও পড়ুন:মেয়েদের ছেঁড়া জিনসে আপত্তি রাওয়াতের, তীব্র কটাক্ষ জয়া-প্রিয়াঙ্কা-মহুয়ার

মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের মন্তব্যে দেশজুড়ে তরজা শুরু হয় ৷ একটি কর্মিসভায় এক মহিলার সঙ্গে তাঁর কথোপকথন তুলে ধরেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷ ওই মহিলা নাকি তাঁর দুই সন্তানকে নিয়ে বিমানে সফর করছিলেন ৷ রাওয়াত বলেন, "তিনি আমার পাশে বসেছিলেন, তাই তাঁর সঙ্গে কথা বলি ৷ তিনি গাম্বুট পরেছিলেন, আর তাঁর জিনসটা হাঁটুর কাছে ছেঁড়া ছিল ৷ তিনি একটি এনজিও চালান ৷ তাঁর জিনস হাঁটুর কাছে ছেঁড়া ৷ তাই নিয়েই তিনি বাচ্চাদের সঙ্গে করে সমাজে ঘুরে বেড়াচ্ছেন ৷ ছেলেমেয়েদের কী মূল্যবোধ তিনি শেখাবেন ?"বাড়ি থেকেই বাচ্চারা খারাপ জিনিসগুলি শেখে বলে দাবি করে রাওয়াত বলেন, "কাঁচি দিয়ে সংস্কার...হাঁটু দেখিয়ে, ছেঁড়া ডেনিম পরে ধনী বাচ্চার মতো সাজা ৷ এই মূল্যবোধই এখন শেখানো হচ্ছে ৷" এই মন্তব্যের নিন্দা করে গর্জে ওঠেন নেটিজেনরা ৷ চাপের মুখে পরে ক্ষমাও চাইতে হয় রাওয়াতকে ৷

ABOUT THE AUTHOR

...view details