নয়াদিল্লি, 2 অগাস্ট : রাজনীতিকে আলবিদা জানাচ্ছেনই ৷ কিন্তু সাংসদ হিসেবে আসানসোলের জন্য কাজ করে যাবেন ৷ সোমবার দিল্লিতে বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পর একথা বলেন বাবুল সুপ্রিয় ৷ পাশাপাশি অন্য দলে যোগ দিচ্ছেন না বলেও জানিয়ে দেন তিনি ৷
অতি সম্প্রতি ফেসবুকে পোস্ট করে রাজনীতিকে ‘আলবিদা’ জানিয়ে ছিলেন বাবুল সুপ্রিয় ৷ যা নিয়ে রাজ্য তথা দিল্লির রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে যায় ৷ তাঁকে বাগে আনতে আসরে নামে বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ সেইমতো এদিন দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হয় বাবুলের ৷ সূত্রের খবর, বৈঠকে নিজের ক্ষোভের কথা জানান আসানসোলের সাংসদ ৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি ৷ নাড্ডা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও পুরোপুরি বশে আনতে পারেননি ৷ তবে দলীয় সভাপতিকে পুরোপুরি হতাশ করেননি বাবুল ৷ জানিয়ে দেন, তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন না তিনি ৷ কারণ, বাবুল পদত্যাগ করলে আসানসোল কেন্দ্রে ভোট অবশ্যাম্ভাবী ৷ বর্তমান পরিস্থিতিতে ওই কেন্দ্র ধরে রাখা বিজেপির পক্ষে প্রায় অসম্ভব ৷ তাই রাজনীতি ছাড়লেও সাংসদ থেকে যাচ্ছেন তিনি ৷